Homeএখন খবররাজ্যে দ্বিতীয় দিনেও আক্রান্ত ৬০০ওপরে, মৃত ১৫! আনলক ২ এর প্রথম দিনেই...

রাজ্যে দ্বিতীয় দিনেও আক্রান্ত ৬০০ওপরে, মৃত ১৫! আনলক ২ এর প্রথম দিনেই দেশে ক্রমশ ঊর্ধমুখী করোনা সংক্রমণ

ওয়েব ডেস্ক: বুধবার থেকে শুরু হয়েছে আনলকের দ্বিতীয় পর্যায়। আনলক ১ এই কন্টেইনমেন্ট জোন বাদে গোটা দেশে খুলে গিয়েছে অফিস, শপিং মল ধর্মীয় স্থান সহ আরো বেশ কিছু জায়গা৷ আনলক ২ তেও বেশ কিছু ছাড় দিয়েছেন কেন্দ্র। কিন্তু আনলক ২ এর প্রথমদিনেই গোটা দেশের পরিস্থিতি অন্যান্য দিনের তুলনায় আরও ভয়াবহ। বুধবার গোটা দেশে সংক্রমণ ১৮ লক্ষ ছুঁইছুঁই। মৃত্যু প্রায় ১৬ হাজার ছাড়িয়েছে। তার ওপর প্রতিদিনই আক্রান্তের নিরিখে রেকর্ড সৃষ্টি করছে দেশ।

তবে শুধু দেশ নয় একই অবস্থা রাজ্যেরও। লকডাউনের মেয়াদ বাড়লেও কার্যত লকডাউন উঠে গিয়েছে রাজ্যে। মঙ্গলবার রাজ্যে রেকর্ড সৃষ্টি করে আক্রান্ত হয়েছিলেন ৬২৪ জন, মৃত ১৪ জন। এদিকে, বুধবার স্বাস্থ্যদফতরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমণ ছড়িয়েছে ৬১১ জনের শরীরে। ফলে একলাফে রাজ্যে সংক্রমিতের সংখ্যা ছাড়িয়ে গেল ১৯ হাজারের গণ্ডি। মোট আক্রান্ত ১৯ হাজার ১৭০ জন।

এর মধ্যে শুধু কলকাতাতেই একদিনে ২৩৮ জনের শরীরে ভাইরাসের হদিশ মিলেছে। এ শহরেই এখনও পর্যন্ত সংক্রমিত ৬,২২২ জন। উদ্বেগ বাড়াচ্ছে নতুন করে অ্যাকটিভ কেসের উর্ধ্বমুখী গ্রাফও। বর্তমানে রাজ্যের অ্যাকটিভ কেস বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৯৫৯-তে।এদিকে সুস্থতার পরিমাণ বাড়লেও ক্রমশ নিজের দাপট দেখিয়ে চলেছে করোনা। অন্যান্য দিনের তুলনায় বুধবার আক্রান্তের তুলনায় করোনাজয়ীর সংখ্যা অনেকটাই কম।

গত ২৪ ঘন্টায় রাজ্যে সুস্থ হয়েছেন ৩৯৮ জন। যার মধ্যে কলকাতায় ২৪ ঘণ্টায় সুস্থ ১২৫ জন। রাজ্যে এখনও পর্যন্ত করোনাকে হারিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১২ হাজার ৫২৮ জন। সুস্থতার হার ৬৫.৩৫ শতাংশ। একইসঙ্গে মারণ ভাইরাসকে যাতে দ্রুত চিহ্নিত করা যায়, তার জন্য নিয়মিত চলছে নমুনা পরীক্ষা। রাজ্য স্বাস্থ্যদফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৫৫৮ জনের করোনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত ৪ লক্ষ ৯৭ হাজার ৫৯৬ টি নমুনা টেস্ট হয়েছে রাজ্যে।

RELATED ARTICLES

Most Popular