Homeএখন খবরদৈনিক ৬০হাজারের নিচে নামল আক্রান্তের সংখ্যা ! কমছে মৃত্যুর হার

দৈনিক ৬০হাজারের নিচে নামল আক্রান্তের সংখ্যা ! কমছে মৃত্যুর হার

নিউজ ডেস্ক: দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের তান্ডব কিছুটা কমেছে। এখন ভারতে করোনার ভাইরাসে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৮১ দিনের পরে সর্বনিম্ন অর্থাৎ ৬০ হাজারের নীচে চলে গিয়েছে। গত ২৪ ঘন্টায় করোনায় সংক্রমিত হয়েছেন ৫৮,৪১৯ জন এবং এই সময়কালে মৃত্যু হয়েছে ১৫৭৬ মানুষের।

অন্যদিকে,গত ২৪ ঘন্টায় করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ৮৭,৬১৯ জন । স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে মোট করোনার সংক্রমণের সংখ্যা প্রায় ৩ কোটি ছুঁই ছুঁই। দেশে করোনার মৃত্যুর গতিতেও কিছু ব্রেক লেগেছে।

একনজরে দেখে নেওয়া যাক দেশের করোনার সর্বশেষ পরিস্থিতি-                                            মোট করোনায় আক্রান্ত হয়েছেন: ২,৯৮,৮১,৯৬৫ জন।
মোট করোনা থেকে সুস্থ হতেছেন: ২,৮৭,৬৬,০০৯ জন।
মোট করোনায় মৃত্যু হয়েছে: ৩,৮৬,৭১৩ জন ।
মোট চিকিৎসাধীন রোগীর সংখ্যা: ৭,২৯,২৪৩

দেশে টানা ৩৮ তম দিনে করোনার ভাইরাসের নতুন আক্রান্তের চেয়ে সুস্থ হওয়া মানুষের সংখ্যা বেশি। একইভাবে, এখনও পর্যন্ত ২৭,৬৬,৯৩,৫৭২ জন ব্যক্তি করোনা ভ্যাকসিন পেয়েছেন। গত ২৪ ঘন্টার মধ্যে দেশে ৩৩ লাখ মানুষকে টিকা দেওয়া হয়েছে। একই সময়ে, দেশে এখনও পর্যন্ত প্রায় ৩৩ কোটি করোনার পরীক্ষা করা হয়েছে।

অন্যদিকে,৭৩ দিন পর পশ্চিমবঙ্গে আড়াই হাজারের নীচে নামলো দৈনিক করোনা সংক্রমন।এরপর শনিবার প্রকাশিত স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ২,৪৮৬ জন এবং মৃত্যু হয়েছে ৫৫ জনের।এই নিয়ে রাজ্যে করোনা আক্রান্ত হলেন মোট ১৪,৭৭,০৩৭ জন।

এখনও পর্যন্ত ১৭, ২৯৫ জন ব্যক্তি করোনায় প্রাণ হারিয়েছেন রাজ্যে। যদিও সুস্থতার হারও বেড়েছে বর্তমানে। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২,১০৯ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১৪,৩৯,২১৫ জন। রাজ্যে সুস্থতার হার ৯৭.২৮।

RELATED ARTICLES

Most Popular