নিজস্ব সংবাদদাতা: ৪৮ঘন্টা ব্যবধানে ফের অমীমাংসিত ফল এল খড়গপুর শহরে যার জেরে আবারো করোনা পজিটিভ পাওয়া যেতে পারে এমনটাই মনে করা হচ্ছে। কারন যতবারই খড়গপুরে অমীমাংসিত ফলাফল এসেছে ততবারই করোনা পজিটিভ পাওয়া গেছে এই শহরে। শুক্রবার মেদিনীপুর মেডিক্যাল কলেজের ভাইরোলজি ল্যাবের পাঠানো রিপোর্ট মোতাবেক ৫টি অমীমাংসিত ফল এসেছে। অতীতের রেকর্ড বলছে এর থেকে অন্ততঃ একজন পজিটিভ হয়ে যেতে পারে, হতে পারে একাধিক। বৃহস্পতিবার খড়গপুর থেকে নমুনা যায় ৭৯ জনের। তার আগের দিন অবশ্য খড়গপুরে কোনও পজিটিভ ছিলনা। এই ৭৯ জনের মধ্যেই ৫টি ফলাফল অমীমাংসিত।
হিসাব বলছে এর আগে খড়গপুরে ১৫ টি অমীমাংসিত ফলাফলে ৩টি পজিটিভ এসেছে। একই ভাবে পরবর্তীকালে ৫টিতে ১জন, এবং ২০টিতে ৪জন পজিটিভ হয়েছে সুতরাং এবার অন্ততঃ ১জন পজিটিভ হতে পারে, বেশিও হতে পারে আবার নাও হতে পারে কারন অমীমাংসিত ফলাফল আসা দলটিতে অন্য জায়গারও নমুনা থাকতে পারে। তবে ট্রেন্ড বলছে অন্ততঃ ১জনের থাকার সম্ভাবনা রয়েছে। শনিবার রাতেই এই ফলাফল জানা যাবে আর যদি পজিটিভ আসে বুঝতে হবে সহজে শহরের পিছু ছাড়ছেনা করোনা। শুক্রবার আরও ৫৮ জনের নমুনা পাঠানো হয়েছে খড়গপুর থেকে। এই সবই ফল আসবে শনিবার।
এদিকে খারাপ খবর রাজ্যে। এদিন একদিনে করোনা সংক্রমণের ক্ষেত্রে ফের নতুন রেকর্ড হয়েছে বাংলার ৷ গত চব্বিশ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হলেন ৬৬৯ জন৷ বৃহস্পতিবার এই সংখ্যা ছিল ৬৪৯৷ গত কয়েকদিন ধরেই রোজ নতুন করোনা আক্রান্তের সংখ্যা ৬০০-এর উপরেই থাকছে৷
শুধু নতুন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি নয়, গত চব্বিশ ঘণ্টায় ১৮ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে৷ ফলে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১৭৷ শুক্রবার পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গিয়েছে৷ এই মুহূর্তে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২০,৪৮৮৷ তবে রাজ্যে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা ৬২০০৷ সুস্থতার হার ৬৬.২৩ শতাংশ৷
আক্রান্তের হারে কলকাতাই এখন সবার উপরে। গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র কলকাতাতেই নতুন করে সংক্রমিত হয়েছেন ১৮২ জন৷ হাওড়া এবং উত্তর চব্বিশ পরগণাতেও গত চব্বিশ ঘণ্টায় শতাধিক মানুষ আক্রান্ত হয়েছেন৷ নতুন করে যে ১৮ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে ৮ জন কলকাতার৷ হাওড়া এবং উত্তর চব্বিশ পরগণার ৩ জন করে বাসিন্দার মৃত্যু হয়েছে৷ দক্ষিণ চব্বিশ পরগণার ২ বাসিন্দাও গত চব্বিশ ঘণ্টায় মারা গিয়েছেন৷ খড়গপুরে এখনও অবধি করোনা আক্রান্ত ৩০ছুঁয়ে, সক্রিয় রয়েছেন ৫জন এবং আজ অবধি ৪জনের মৃত্যু হয়েছে।