নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুর জেলায় করোনার দৈনিক সংক্রমন আরও কমে চলে এল দেড়শর গরে। গত প্রায় দেড়মাস পরে এতখানি নিচে নেমে এল সংক্রমনের হার। গত ৮ই জুন ২০০র নিচে নেমে দৈনিক সংক্রমন দাঁড়িয়েছিল ১৯২জনে। এরপর আর দু’শর ওপরে ওঠেনি দৈনিক সংক্রমন। ৯ই জুন তা আরও নেমে আসে ১৬২ জনে। ১০তারিখ তা আরও কমে ১৫৪ জনে দাঁড়াল। ৯ এবং এই দুদিনে জেলা স্বাস্থ্য দপ্তরের হিসাব অনুযায়ী ৬৫ জন আক্রান্ত নিয়ে জেলায় শীর্ষ স্থানে রয়েছে মেদিনীপুর শহর এবং ৫০জন আক্রান্ত নিয়ে পরেই রয়েছে খড়গপুর শহর।
৯ এবং ১০ই জুন এই দুই দিনে জেলায় কোথায় কত সংক্রমন তা বুঝে নেওয়ার চেষ্টা করব আমরা। এখানে পাঠকদের সুবিধার জন্য বলার যে প্রতিটি এলাকায় দুটি পৃথক রেকর্ড রাখা হয়েছে এই নিবন্ধে। প্রথমে ৯ই জুনের রিপোর্ট এবং ঠিক তারপরেই বন্ধনী বা ব্র্যাকেটের মধ্যে রয়েছে ১০ই জুনের রিপোর্ট। এই দুদিনে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৩১৬ জন। এরমধ্যে আরটি/পিসিআর পরীক্ষায় ১০৮জন, আ্যন্টিজেন পরীক্ষায় ১৯৭জন ও ট্রুন্যাট পরীক্ষায় ১১জন পজিটিভ বলে চিহ্নিত হয়েছেন।
এই দুদিনে মেদিনীপুর শহরে নির্দিষ্ট স্থান উল্লেখ হয়নি এমন ১০ আক্রান্ত ছাড়াও হবিবপুর ১০, আবাস ২ কুইকোটা ৩ , রবীন্দ্রনগর, পুলিশ লাইন ২, শরৎপল্লী ২, ভিমচক ২, জেলাপরিদ আবাসন ২, খাপরেল বাজার, পাটনাবাজার, অশোকনগর, বাড়মানিকপুর, (আবাস ৭, রাঙামাটি, মহাতাপপুর ২,রবীন্দ্রনগর, বক্সীবাজার, কুইকোটা ২, জেলখানা, মহাতাপপুর ৩, শরৎপল্লী, নজরগঞ্জ ২, তাঁতিগেড়িয়া ৩, কোতোয়ালি বাজার, দেশবন্ধুনগর, রাজাবাজার) মেদিনীপুর সদর গ্রামীনে গোপগড়, কোলসন্ডা ২, নেপুরা, বালিপাতা, ( মুড়াকাটা ৩, খয়েরউল্লাচক,
রামনগর, গোলাপীচ, গোপগড় ৩, চাঁদড়া, লোহাটিকরি ৪)
গড়বেতা থানার গড়বেতা সদরে ৩ আক্রান্তের খোঁজ মিলেছে। বাকিরা দোমোহানি, ছোটতারা, খড়িকাশুলি, রঘুনাথপুর, ঠাকুরতলা, ঘোড়াপোতা, ওড়গাঁজা, বল্লভপুর, বাঁশডিহা, দ্বারখোলা, বিলা, চন্দ্রকোনা রোড (দুর্লভগঞ্জ, তুলসিচটি, গড়বেতা, ) গোয়ালতোড় সদরে ১ আক্রান্তের পাশাপাশি ছাগুলিয়া, লোগিনোহাই, কাশিয়া, কিয়ামাচা, ভেদুয়া, কেয়াকোল (মাইতা, আঁধারি, আউলিয়া ২, ) আক্রান্ত পাওয়া গেছে। শালবনী সদরেই আক্রান্ত ৭ জন। বাকিরা আক্রান্তের খোঁজ পাওয়া গেছে গোদাপিয়াশাল, সাতপাটি,(গবরু, রামেশ্বরপুর, চুয়াশোল) থেকে। কেশপুর সদরে ১ জন আক্রান্ত। এছাড়াও সাপডিহা ২, ঘোষডিহা, গোলাড় (ঘোষডিহা, ঝেঁতলা, সাঁকুয়া)তে নতুন আক্রান্ত পাওয়া গেছে।
খড়গপুর শহরে ঠিকানা বিহীন ৬জন আক্রান্তের খোঁজ পাওয়া গেছে। বাকিরা সুষমাপল্লী মালঞ্চ ৩, ঝাপেটাপুর ২, বারবেটিয়া, তলঝুলি, বিধানপল্লী খরিদা ২, রেল আবাসন ২, নিমপুরা, আরামবাটি, আইআইটি ক্যাম্পাস, পুরাতনবাজার, ভবানীপুর, (ডিভিসি মায়াপুর, রবীন্দ্রপল্লী ২, তালবাগিচা ৫, শ্রীকৃষ্ণকলোনী, ভবানীপুর, সাঁজোয়াল, ঝুলি, নিউডেভলপমেন্ট, সুষমাপল্লী মালঞ্চ, বড় আয়মা, রামনগর, ভগবানপুর, ইন্দা ২, বামুনপাড়া, ভবানীপুর ২, বারবেটিয়া, জয়হিন্দনগর, বি.আর.নগর, কৌশল্যা, সোনামুখী) খড়গপুর গ্রামীনের গোপালী, পূর্ব পাথরি, কেল্লাপ্রতাপপুর, বাঁধগড়া, জুনবালিদা বাটিটকি ২, চকমকরামপুর ২ ( রূপনারায়নপুর, মামুদপুর মাদপুর, বড়কলা ২, চকমকরামপুর,) আক্রান্তের সন্ধান পাওয়া গেছে।
খড়গপুর মহকুমার ডেবরা সদরে আক্রান্ত ১ জন। এছাড়াও অমরপুর, বরাগড়, (ঠাকুরচক, বরাগড় ৩, পশ্চিমবেগুনি, গোলগ্রাম, চকবাজিত, হিজলদা,)
সবং থানার খেলনা, হরিরহাট, শিয়াড়া, ( বাসুদেবপুর, কাপাসদা) এবং পিংলা থানার ঘোড়ামারা ৩, বরিশা, জলচক, গোপীকান্তবাটি, পাঁচথুবি, নয়া (সুতছড়া, মালিগ্রাম ২, জলচক, মাধবচক, জামনা, পেটগেড়িয়া, পিংলা) আক্রান্তের খোঁজ পাওয়া গেছে।
খড়গপুর মহকুমার দক্ষিণে দাঁতন থানার কৃষ্ণপুর, বরমপুরা মাটি বিরুয়া, চউলা, কেওটখলিসা, ( চাউলিয়া ২, শোলপাট্টা,
মোহনপুর মহিষমুন্ডা) বেলদা থানার হরিপুর ২, মান্না, দেউলি,(রবীন্দ্রনগর ২,বেঁথারিয়া ৪, ময়নাপাড়া, আমদাবাদ ৩, ধান্যশ্রী, মান্না, গুড়দলা, ঠাকুরচক)
কেশিয়াড়ীর এলাসাই, গোপালপুর, (উড়িয়াবাস,এলাসাই) থেকে নতুন সংক্রমনের খবর এসেছে।
ঘাটাল মহকুমার তিনটি থানা এলাকায় দুদিনে মোট ৫০জন আক্রান্ত। স্থানের পাশে উল্লেখিত সংখ্যা ওই এলাকার আক্রান্তের সংখ্যা এবং বন্ধনীর বাইরে থাকা এলাকা ৯ইজুন ও বন্ধনীতে থাকা এলাকাগুলি ১০ই জুনের রিপোর্ট বলে জানতে হবে ।
চন্দ্রকোনা থানার ইলমবাজার ২, ক্ষীরপাই ২, মৌলা ২, সন্ধিপুর, মাধবপুর, লক্ষ্মীপুর, বন্দিপুর, (গোঁসাইবাজার, ঘাটমুড়া, বন্দিপুর ২, গোবিন্দনগর, ব্রহ্মঝাড়ু, রামজীবনপুর, ক্ষীরপাই)। দাসপুর থানায় আক্রান্ত পাওয়া গেছে সাতমাথা, বেনাই, কাশিনাথপুর, সাতপোতা, সিংহচক, ( মহিষঘাটা, সোনামুই, খাসচক, )
ঘাটাল থানায় নতুন করে কুরান ৪, আরগোড়া ২, সুলতানপুর ২, মুলগ্রাম, কৃষনগর, কোন্নগর, প্রতাপপুর, কুশপাতা, খড়ার (কিসমৎ রামচন্দ্রপুর, কোন্নগর ৩, মামুদপুর, অর্জুনারি, কুরান, জয়নগর, রথিপুর, শিবপুর, চেঁচিড়া) করোনা সংক্রমিত হয়েছেন।