Homeএখন খবরপরিস্থিতি ভয়াবহ মহারাষ্ট্রে, করোনা আক্রান্ত ১০হাজার ছুঁয়ে, হাজারেরও বেশি মৃত্যু নিয়ে ৩২...

পরিস্থিতি ভয়াবহ মহারাষ্ট্রে, করোনা আক্রান্ত ১০হাজার ছুঁয়ে, হাজারেরও বেশি মৃত্যু নিয়ে ৩২ হাজার আক্রান্তের পথে ভারত

নিজস্ব সংবাদদাতা:গত ২৪ঘন্টায় করোনায়ায় ৫৯৭ জন নতুন আক্রান্ত নিয়ে মহারাষ্ট্র বুধবার বিকাল অবধি ৯,৯১৫ তে পৌঁছে দেশের রাজ্যগুলির মধ্যে শীর্ষেই অবস্থান করছে। নতুন করে ৩২ জনের মৃত্যু হওয়ায় সে রাজ্যে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪৩২ জনে।             মহারাষ্ট্রের জনস্বাস্থ্য বিভাগের দেয় তথ্য অনুযায়ী সে রাজ্যে বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৭,৮৯০ আর সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১,৫০৩ জন। রাজ্যে মোট ১লক্ষ ৩৭ হাজার ১৫৯ টি করোনা পরীক্ষা হয়েছে বলে রাজ্যের জনস্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

পরিস্থিতি ভয়ংকর দেশের শ্রেষ্ঠ বানিজ্য নগরীর। রাজ্যের নতুন আক্রান্তের ৫৯৭ জনের ৪৭৫ টি শুধুই মুম্বাইয়ের, একই ভাবে গত ২৪ঘন্টায় রাজ্যে মৃত ৩২ জনের মধ্যে ২৬ জনই মুম্বাইয়ের। মুম্বাইয়ের আক্রান্তের সংখ্যা ৬,৪৫৭ এবং মৃত্যু হয়েছে ২৭০ জনের। এশিয়ার বৃহত্তম বস্তি ধারাবিতে নতুন ২৪ জনকে ধরে ওই এলাকার আক্রান্তের সংখ্যা ৩৪৪। মুম্বাইয়ে করোনা আক্রান্তের তালিকায় বোম্বে মিউনিসিপাল কর্পোরেশনের অ্যাসেসমেন্ট বিভাগের এক ইনসপেক্টর মধুকর হারিয়ানের মৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘন্টায় রেকর্ড সংখ্যক আক্রান্তের খবর এসেছে সারা দেশ থেকে। সেই নতুন ১,৮১৩ জন আক্রান্ত নিয়ে দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩১হাজার ৭৮৭ তে পৌঁছেছে। গতকাল থেকে বুধবার বিকাল অবধি গত ২৪ঘন্টায় ৭১ জনের মৃত্যু হওয়ায় দেশের মোট কোভিড-১৯ রোগীর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০০৮ জনে।

RELATED ARTICLES

Most Popular