নিউজ ডেস্ক: বেশ কয়েকদিন পরে অনেকটাই স্বস্তির খবর শুনিয়েছে দেশের স্বাস্থ্য মন্ত্রক। দৈনিক করোনা সংক্রমন কমল এক লাফে অনেকটাই। স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ তথ্য অনুসারে, গত ২৪ ঘন্টায় ৩৭,৫৬৬ জন করোনা সংক্রমিত হয়েছেন এবং এই সময়কালে ৯০৭ জন প্রাণ হারিয়েছেন। ১০২ দিন পরে, ৪০ হাজারেরও কম মানুষ দেশে করোনা আক্রান্ত হয়েছেন। গত দিন করোনা থেকে ৫৬,৯৯৪ জন মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এর সাথে সাথে দেশে সুস্থতার হার বেড়েছে ৯৬.৮৭%।
দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫,৫২,৬৫৯ । করোনার কারণে দেশে এখন পর্যন্ত ৩,৯৭,৬৩৭ জন মারা গেছেন। সোমবার ৪৬,১৪৮ জন করোনা আক্রান্ত হয়েছিলেন এবং ৯৭৯ জন প্রাণ হারিয়েছেন। অন্যদিকে, রবিবার দেশে ৫২ লক্ষ ৭৬ হাজার টিকা দেওয়া হয়েছে।
একনজরে দেখে নেওয়া যাক দেশের করোনা সংক্রমণের সর্বশেষ পরিস্থিতি-মোট করোনা আক্রান্ত হয়েছেন- ৩ কোটি ৩ লক্ষ ১৬ হাজার ৮৯৭ ।মোট করোনা পরীক্ষা হয়েছে – ২ কোটি ৯৩ লক্ষ ৬৬ হাজার ৬০১ ।মোট চিকিৎসাধীন রোগীর সংখ্যা – ৫ লক্ষ ৫২ হাজার ৬৫৯।মোট করোনায় মৃত্যু হয়েছে- ৩ লক্ষ ৯৭ হাজার ৬৩৭ জন।
অন্যদিকে,পশ্চিমবঙ্গে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে করোনা পরিস্থিতি।রাজ্যে গত একদিনে সামান্য বেড়েছে মৃত্যু। বেড়েছে সুস্থতার হারও। দ্রুতই পরিস্থিতি ঠিক হয়ে যাবে বলে আশাবাদী রাজ্যবাসী।স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১,৭৬১ জন এবং এই সময়কালে প্রাণ হারিয়েছেন ৩২ জন রাজ্যবাসী।
এছাড়া রাজ্যের সবচেয়ে বেশী সংক্রমিত জেলা উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ১৮৬ জন এবং মৃত্যু হয়েছে ৯ জনের। দ্বিতীয় স্থানে উঠে এসেছে কলকাতা। একদিনে সংক্রমিত সেখানকার ১৬৩ জন এবং মৃত ৭ জন।
পাশাপাশি,একদিনে করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ২,০৩৩ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৪, ৫৭, ৪৮৬। গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৭, ৩৮ শতাংশ। সুস্থতার হার স্বাভাবিকভাবেই আশার আলো দেখাচ্ছে রাজ্যবাসীকে।