নিজস্ব সংবাদদাতা: আর লম্ফন নয় এবার উলম্ফনের পথে ভারত আর সেই উলম্ফন এতটাই গতি পেয়েছে যে ২৪ ঘন্টারও কম সময়ে ২টি দেশকে পেছনে ফেলে করোনা বলয়ের পঞ্চম বিশ্ব এখন ভারত। শনিবার সকাল পর্যন্ত সংক্রমণের বিচারে ইতালিকে টপকে ৬ নম্বরে ছিল ভারত। সে সময় দেশে করোনা আক্রান্ত ছিলেন ২.৩৫ লক্ষেরও বেশি মানুষ। কিন্তু বেলা গড়াতেই চিত্র বদলাতে শুরু করে। ফের ৬ হাজারের বেশি মানুষের দেহে সংক্রমণের চিহ্ন মেলে। ফলে একধাক্কায় সংক্রমিত দেশের তালিকায় ৬ নম্বর থেকে ৫ নম্বরে উঠে আসে। মাত্র এক সপ্তাহ আগেই ভারত, চিনকে টপকে ৯ নম্বরে ছিল, আর এই কদিনেই দেশ পৌঁছে গেল ৫ নম্বরে।
স্পেনকে টপকে বিশ্বের পঞ্চম সংক্রমিত দেশ হিসেবে উঠে আস্তে ভারতের সময় লেগেছে ৮ ঘন্টারও কম সময়। শনিবার সন্ধ্যা পর্যন্ত দেশে মোট আক্রান্ত ২ লক্ষ ৪৫ হাজার ৬৭০জন। স্পেনে আক্রান্ত ২ লক্ষ ৪১ হাজার ৩১০ জন আর স্পেন মৃত্যু দেখেছে ২৭ হাজার ১০০ জনের। শনিবার সকাল ৮টা অবধি ২৪ ঘণ্টায় করোনা নতুন আক্রান্ত ৯,৮৮৭ জন আর একদিনে ২৯৪ জনের প্রান কেড়েছে কোভিড- ১৯।
আবার সরকারি তথ্য অনুসারে শুক্রবারের তুলনায় করোনা থেকে পুনরুদ্ধারের হারের সামান্য অবনতি হয়েছে। শুক্রবার যেখানে দেশে ৪৮.২৭ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত হয়েও পরে সুস্থ হয়েছেন দেখা যাচ্ছিল সেখানে শনিবার সেই পুনরুদ্ধারের হার কমে এসে দাঁড়িয়েছে ৪৮.২০ শতাংশে। গত ২৪ ঘণ্টায় আরও ২৯৪ জনের মৃত্যু হওয়ায় ভারতে এখনও পর্যন্ত করোনা প্রান কেড়ে নিয়েছে ৬,৬৪২ জনের। ভারতের সামনে এখন মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া, ইংল্যান্ড।
ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রকের হিসাব অনুযায়ী গত ২দিনে আক্রান্তের হার ৯%বৃদ্ধি পেয়েছে। ২দিন আগে আক্রান্ত ছিল ২,২৬,৭৭০ জন। শেষ ৪৮ ঘন্টার এই বৃদ্ধির হার আশঙ্কা জাগিয়েছে। অন্য দিকে ২দিন আগে মৃতের সংখ্যা ছিল ৬,৩৪৮ আর মৃত্যুর হার ছিল ৮%। গত ৪৮ ঘন্টার মধ্যে মৃত্যুর হার ১% বেড়ে ৯% হয়েছে।
আর যদি সপ্তাহের হিসাব ধরা হয় তবে আক্রান্তের হার এই সপ্তাহে ১৮% বেড়েছে আর মৃত্যুর হার চলতি সপ্তাহের হিসাবে ১৯%। গত ১৭দিনে মৃত্যুর হার দ্বিগুন হয়েছে আর আক্রান্তের সংখ্যা দ্বিগুন হচ্ছে ১৫দিনে। সংখ্যাতত্ত্বের এই হার হিসাব নিকেশ করে বলা হচ্ছে আগামী বৃহস্পতিবার রাত ১২টার মধ্যেই তিন লক্ষ আক্রান্ত দেখবে ভারত।