নিউজ ডেস্ক: টানা চতুর্থ দিন দেশে ৫০ হাজারেরও কম মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। করোনার সংক্রমণের সংখ্যা কম আসলেও, এখনও সঙ্কট পুরোপুরি শেষ হয়নি। স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ তথ্য অনুসারে, গত ২৪ ঘন্টায় ৪৮,৭৮৬ জন করোনার আক্রান্ত হয়েছেন এবং ১০০৫ জন সংক্রমিত মানুষ প্রাণ হারিয়েছেন। এর আগে সোমবার ৪৬,১৪৮, মঙ্গলবার ৩৭,৫৬৬ এবং বুধবার ৪৫,৯৫১ জন করোনার আক্রান্ত হয়েছিলেন। একই সময়ে, গত ২৪ ঘন্টায় ৬১,৫৮৮ জন করোনামুক্ত হয়ে বাড়িতে ফিরেছেন।
একনজরে দেখে নেওয়া যাক দেশের করোনার সংক্রমণের সর্বশেষ পরিস্থিতি- মোট করোনা আক্রান্ত হয়েছন- ৩ কোটি ৪ লক্ষ ১১ হাজার ৬৩৪ ।মোট করোনার পরীক্ষা হয়েছে – ২ কোটি ৯৪ লক্ষ ৮৮ হাজার ৯১৮ ।মোট চিকিৎসাধীন রোগীর সংখ্যা – ৫ লক্ষ ২৩ হাজার ২৫৭ জন। মোট করোনায় মৃত্যু হয়েছে- ৩ লক্ষ ৯৯ হাজার ৪৫৯ জন
দেশে টানা ৪৯ তম দিন করোনার দৈনিক সংক্রমণের চেয়ে সুস্থ হওয়া মানুষের সংখ্যা বেশি। ৩০ শে জুন অবধি সারাদেশে ৩৩ কোটি ৫৭ লক্ষ করোনা ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে। গত দিন ২৭.৬০ লক্ষ করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছিল। একই সময়ে, এখনও পর্যন্ত ৪১ কোটি করোনার পরীক্ষা করা হয়েছে। গত দিনে প্রায় ১৯ লক্ষ করোনার স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে, যার ইতিবাচক হার ৩ শতাংশের বেশি।
অন্যদিকে,পশ্চিমবঙ্গে দেড় হাজারে নামলো করোনা সংক্রমন। স্বাস্থ দপ্তরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১,৪৭৮ জন এবং এই সময়কালে প্রাণ হারিয়েছেন ২৯ জন। সংখ্যাটা আগের দিনের তুলনায় সামান্য হলেও কম। ঊর্ধ্বমুখী সুস্থতার হার।
জেলা গত বিচারে পশ্চিম মেদিনীপুরের সামান্য উন্নতি হলেও দৈনিক সংক্রমনের নিরিখে এখনও কলকাতার উপরেই অবস্থান করছে পশ্চিম মেদিনীপুর। রাজ্যের সবচেয়ে বেশী সংক্রমিত জেলা উত্তর ২৪ পরগনায় আক্রান্ত ১৫৪ জন এবং মৃত্যু হয়েছে ১০ জনের।অন্যদিকে আজ দ্বিতীয় স্থানে উঠে এসেছে দার্জেলিং।তৃতীয় স্থানে পশ্চিম মেদিনীপুর। একদিনে সেখানে আক্রান্ত হয়েছেন ১৪৭ জন। কলকাতা চতুর্থ স্থানে।এখানে একদিনে সংক্রমিত সেখানকার ১৩৫ জন এবং মৃত ৭ জন। পাশাপাশি একদিনে করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন ১,৯৮০ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৪, ৬১, ৪৯০ জন । গত ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৭, ৪৫ শতাংশ।