নিজস্ব সংবাদদাতা: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের নতুন মাথা ব্যাথার কারন হয়ে দাঁড়াচ্ছে রাজ্যের কলেজ গুলির অস্থায়ী কলেজ কর্মীরা। সোমবার, সপ্তাহের প্রথম কাজের দিনই সেই হুঁশিয়ারিই মিলল রাজধানী কলকাতায়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
প্রথমে কনভেনশন তারপর বিশ্ববিদ্যালয়গুলির সামনে অবস্থান কর্মসূচি দিয়ে বছরটা শুরু করেছিল অস্থায়ী কলেজ কর্মচারীদের এই সদ্য গঠিত সংগঠনটি। কলেজে কলেজে কর্মরত ক্যাজুয়াল কর্মচারীদের প্রতি রাজ্য সরকারের উদাসীনতা ও বঞ্চনার প্রতিবাদে আন্দোলনের ডাক দিয়ে বছরের গোড়া থেকেই সক্রিয় এরা। সংগঠনের উদ্দীপ্ত ঘোষনা ছিল ২০২০ সালই হবে বঞ্চনা মুক্তির বর্ষ। আর সেই ঘোষনাকে সামনে রেখেই সোমবার পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়ীজ সমিতির ডাকে বিধানসভা অভিযান ও অবস্থানের ডাক দেওয়া হয়েছিল।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সংগঠনের দাবি , ১১টা থেকে শান্তিপূর্ন অবস্থান চললেও বেলা ২.৩০ টা নাগাদ বিশাল পুলিশ বাহিনী এসে শান্তিপূর্ন অবস্থান থেকে প্রায় ২০০ জনকে গ্রেপ্তার করে। প্রায় ৪ঘন্টা পর জামিনে মুক্তি পায়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রাজ্য সভাপতি মেহেবুব ইলাহী আলি বলেন গ্রেপ্তার করে মুক্তি দেওয়ার নাটকীয়তায় আমরা তাজ্জব। আগামী দিনে বৃহত্তর আন্দোলনের কর্মসূচী গ্রহন করা হবে।পুলিশী গ্রেপ্তারের প্রতিবাদে আগামীকাল সারা রাজ্যের প্রতিটি কলেজে কালা দিবস পালন করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।