নিউজ ডেস্ক: হড়পা বানের জেরে ভেসে যাচ্ছে গাড়ি, আছড়ে পড়ছে স্রোত !মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হল হিমাচল প্রদেশের ধর্মশালা। তারইমধ্যে সোমবার সকালে কাংড়া জেলায় হড়পা বানের জেরে পরিস্থিতি আরও সঙ্গীন হয়ে উঠেছে। ধর্মশালার ভাগসু গ্রাম ভেসে গিয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে । ভেসে গিয়েছে অসংখ্য গাড়ি। তবে কোনও হতাহতের খবর মেলেনি।
ম্যাকলয়েডগঞ্জের পুলিশ আধিকারিকের বিপিন চৌধুরীর তোলা ৩৭ সেকেন্ডের ভিডিয়োয় হড়পা বানের বিধ্বংসী রূপ ধরা পড়েছে। সংবাদসংস্থা এএনআইয়ের তরফে পোস্ট করা সে ভিডিয়োয় দেখা গিয়েছে, প্রবল বেগে শহরের দিকে জলের স্রোত এগিযে আসছে। কয়েকটি গাড়ি এলোমেলোভাবে দাঁড়িয়ে আছে। সম্ভবত হড়পা বানই সেই গাড়িগুলিকে সেখানে ঠেলে দিয়েছে।
একটি গাড়িকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে জলের স্রোত। রীতিমতো হুড়মুড়িয়ে জল ঢুকতে দেখা গিয়েছে। আরও কয়েকটি ভাইরাল ভিডিয়োয় একই ছবি ধরা পড়েছে। কোথাও জলের প্রবল তোড়ে ভেসে যাচ্ছে গাড়ি, ক্ষতিগ্রস্ত হচ্ছে বাড়ি।
গত কয়েকদিন পারদ বেশি থাকার পর সোমবার ধরমশালা-সহ হিমাচল প্রদেশের বিভিন্ন প্রান্তে তুমুল বৃষ্টি শুরু হয়েছে। পর্যটকদের পছন্দের ম্যাকলয়েডগঞ্জেও লাগাতার বৃষ্টি হচ্ছে। যে সময় পর্যটকরা সেখানে ভিড় জমাচ্ছিলেন। তারইমধ্যে মেঘভাঙা বৃষ্টির জেরে পরিস্থিতি আরও খারাপ হয়। বৃষ্টির জেরে শিমলা জেলার রামপুর এলাকা ঝাকরিতে জাতীয় সড়ক বন্ধ হয়ে গিয়েছে।
ধর্মপুর বাসস্ট্যান্ডে এ দিন অপেক্ষা করছিলেন কয়েক জন যাত্রী। আচমকা এলাকায় জল ঢুকতে থাকে এবং তাঁদের চোখের সামনেই ভেসে যেতে যায় ছোট ছোট গাড়িগুলি। এমন দৃশ্য দেখে আতঙ্কিত ওই যাত্রীরা ছোটাছুটি শুরু করে দেন। শেষে বাসস্ট্যান্ডের দোতলায় গিয়ে আশ্রয় নেন তাঁরা।
প্রশাসন সূত্রে খবর, প্রায় পঞ্চাশটি দোকানে জল ঢুকে পড়েছে। নষ্ট হয়ে গিয়েছে দোকানের জিনিসপত্রও। বেশ কিছু গাড়ি ভেসে গিয়েছে। সব মিলিয়ে হড়পা বানে প্রায় ৩-৪ কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে।