Homeএখন খবরপুর্ব মেদিনীপুরে চার্চে হামলার ঘটনার তীব্র নিন্দা শুভেন্দুর, রাজ্য সরকার দিল ২লক্ষ...

পুর্ব মেদিনীপুরে চার্চে হামলার ঘটনার তীব্র নিন্দা শুভেন্দুর, রাজ্য সরকার দিল ২লক্ষ টাকা

নিজস্ব সংবাদদাতা: ভগবানপুরে উত্তর শিবরামপুর গ্রামে একটি নব নির্মিত চার্চে হামলার ঘটনার তীব্র নিন্দা করলেন রাজ্যের পরিবহন তথা পরিবেশ মন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনের পর অধিকারী জানিয়েছেন, এই দুর্বৃত্তায়ন রাজ্য সরকার কোনও ভাবে বরদাস্ত করবেনা যারা যারা এই ঘটনায় যুক্ত তাদের প্রত্যকেই চিহ্নিত করবে পুলিশ এবং গ্রেপ্তার করা হবে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উল্লেখ্য ওই দিন দুপুরে ওই নব নির্মিত চার্চয়ের উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষ্যে একটি বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছিল। আচমকাই সেই সভায় হামলা চালায় ১২টি বাইকে আসা প্রায় ৩০ জন দুস্কৃতিকারী। চার্চের জানলা দরজা চেয়ার ফ্যান ইত্যাদি নির্বিচারে ভাঙচুর করা হয়। ভাঙচুর করা হয় ওই চার্চের পালক অনুপ ঘোষের গাড়িটিও।

দুস্কৃতিকারীদের ছোঁড়া বোমায় ওই সময় প্রার্থনায় হাজির থাকা ৭০০ নারী পুরুষ শিশু বৃদ্ধ আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে দেয়। মারধরের আভিযোগ ওঠে কয়েকজন উপাসককেও। এই হামলার সময় দুষ্কৃতিরা জয় শ্রীরাম ধ্বনিও দেয় এবং প্রায় ২০মিনিট হামলা চালিয়ে পালিয়ে  যাওয়ার সময় তারা চার্চের জানলায় তারা গেরুয়া ঝান্ডা লাগিয়ে দেওয়া হয়।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
স্থানীয়দের আভিযোগ ঘটনার পেছনে বিজেপি ও আরএসএস রয়েছে। যদিও ওই দুই সংগঠনই এটা অস্বীকার করে। ঘটনায় এখনও অবধি তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শুভেন্দু জানিয়েছেন , মানু্ষের ধর্মচারনের ওপর আক্রমন এ রাজ্যে মেনে নেওয়া হবেনা। এদিন মুখ্যমন্ত্রীর তরফে দু’ লক্ষ টাকার চেক তুলে দেন মন্ত্রী। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে কর্তৃপক্ষের সামনে আশ্বাস দেন তিনি।

RELATED ARTICLES

Most Popular