Homeএখন খবর৫০ কিলোমিটার দুরে মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যকেন্দ্র নিয়ে ক্ষোভে ফেটে পড়ল জঙ্গলমহল

৫০ কিলোমিটার দুরে মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যকেন্দ্র নিয়ে ক্ষোভে ফেটে পড়ল জঙ্গলমহল

নিজস্ব সংবাদদাতা: মাত্র ৫০কিলোমিটার দুরে খড়গপুর শহরে যখন মুখ্যমন্ত্রী তাঁর সরকারের প্রকল্প আর সদিচ্ছা নিয়ে জনগনের কাছে বক্তব্য রাখছেন তখন জঙ্গলমহলের স্বাস্থ্য পরিষেবা আর দুর্নীতির আভিযোগ নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন চিল্কিগড়ের অধিবাসীরা, যাঁদের অধিকাংশই আদিবাসী ও মহিলা।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সোমবার দুপুরে ঝাড়গ্রাম জেলার জামবনীতে চিল্কিগড় স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন এলাকার সাধারণ মানুষজনেরা। অভিযোগ, চিল্কিগড়  স্বাস্থ্য কেন্দ্রের ব্লক স্বাস্থ্য আধিকারিক অভিরূপ সিং সরকারি নিয়ম কানুনের তোয়াক্কা না করেই  একতরফাই সমস্ত সিদ্ধান্ত নিয়ে  করে চলেছেন। গত আট বছর ধরে যে সহায়ক দল হাসপাতালে রান্নার কাজে নিযুক্ত রয়েছে তাকেই প্রতিবছর পুনরায় পুনর্বহাল করছেন।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কোন এক অজ্ঞাত কারণে স্বাস্থ্য আধিকারিক এই কাজ করে চলেছেন। এছাড়াও স্বাস্থ্য আধিকারিকের কাছে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে যখনই কোনো অভিযোগ জানানো হয় , তিনি তার কোনো সদুত্তর না দিয়ে বিষয়টি অবহেলা করে ফেলে রাখেন। হাসপাতালের নতুন ভবনের নির্মাণ হয়েছে কিন্তু স্বাস্থ্য আধিকারিক সেই গেট আজও পর্যন্ত খোলার কোন বন্দোবস্ত করেননি। মাত্র একটি গেট দিয়ে যাতায়াতের ফলে বারবার দুর্ঘটনা ঘটছে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে এলাকার সাধারণ মানুষজনের আরও অভিযোগ, হাসপাতালের প্রসূতি মায়েরা ভর্তি হলে তাদের যেমন পর্যাপ্ত খাবার দেওয়া হয়না। তেমনি প্রয়োজনীয় চিকিৎসা করা হয় না। এমনকি নবজাতক শিশুদের যে চিকিৎসা দেওয়ার দরকার তাও দেওয়া হয়না। আরও  অভিযোগ , নবজাতক শিশু জন্মগ্রহণ করার পর সরকারি যে অর্থনৈতিক সাহায্য দেওয়ার কথা তাও অনেক ক্ষেত্রে দেওয়া হচ্ছে না।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সোমবার এই সমস্ত দাবি সম্বলিত স্মারকলিপি নিয়ে এলাকার অধিবাসী এবং মহিলারা চিল্কিগড় রাজবাড়ী থেকে এক বিশাল মিছিল করে চিল্কিগড় হাসপাতালের সামনে এসে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভ প্রদর্শন করার পাশাপাশি তারা স্বাস্থ্য আধিকারিকের কাছে দাবি সম্বলিত পেশ করেন।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
যদিও প্রতিবারের মতই ডেপুটেশনের সময় পাওয়া যায়নি স্বাস্থ্য আধিকারিককে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মিদ্যা ঘটনার সময় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভায় ছিলেন। তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি তদন্তকারী দল গঠন করা হবে এবং তাদের দেওয়া রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে। 

RELATED ARTICLES

Most Popular