নিজস্ব সংবাদদাতা:শিশু দিবস উপলক্ষ্যে দু-দিনের শিশু মেলা ও মডেল প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে মেদিনীপুর শহরের ডি এ ভি পাবলিক স্কুল ক্যাম্পাসে। শিশু মেলাকে কেন্দ্র করে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে দুদিন ধরে। রয়েছে বুকস্টল এবং ফুড স্টল। বৃহস্পতিবার সকালে সমবেত অতিথিদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্জ্বলন ও বেলুন ওড়ানোর মধ্য দিয়ে মেলার সূচনা হয়। তার আগে জহরলাল নেহেরুর প্রতিক্রিয়া মাল্যদান করেন বিদ্যালয়ের প্রিন্সিপাল বনমালী বিশওয়ালসহ উপস্থিত অতিথিবৃন্দ। নিজের স্বাগত বক্তব্যের মাধ্যমে সবাইকে স্বাগত জানানোর পাশাপাশি বিদ্যালয়ের অগ্রগতির নানা চিত্র তুলে ধরেন অধ্যক্ষ বনমালী বিসওয়াল।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ডিন অধ্যাপক সূব্রত কুমার দে, জেলার চাইল্ড প্রোটেকশন অফিসার জয়ন্ত সিনহা,কে ডি কলেজের অধ্যক্ষ অধ্যাপক দুলাল চন্দ্র দাস, পিংলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুকুমার চন্দ্র, বিশিষ্ট উদ্যোগেতি বজরঙলাল আগরওয়াল, আইনজীবী শান্তনু দাস, চুয়াডাঙ্গা হাইস্কুলের শিক্ষক সুদীপ কুমার খাঁড়া প্রমুখ। দুই মুখ্য অতিথি অধ্যাপক সুব্রত কুমার দে ও জয়ন্ত সিনহা ডি এ ভি স্কুলের কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন। অধ্যাপক দে বলেন একটি শিশুকে তৈরি করার ক্ষেত্রে শিশুর মা এর পাশাপাশি শিশুর মাতৃসমা বিদ্যালয়ের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উদ্বোধনী অনুষ্ঠানের পরে শিশুদের ভীড়ে মিশে গিয়ে তাদের সাথে আলাপচারিতা মগ্ন হন অতিথিরা। ভাষা, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞানের বিভিন্ন মডেলগুলি অতিথিদের প্রশংসা কুড়িয়ে নেয়।বুকস্টলের বই সম্ভার থেকে বইও সংগ্রহ করেন অতিথিরা। অনুষ্ঠানে শিশু দিবসের তাৎপর্য বিষয়ে ছাত্রী শুভলক্ষ্মী সামন্তর বক্তব্য উপস্থিত সকললের মন জয় করে নেয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পাশাপাশি ছাত্র-ছাত্রীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল নজরকাড়া।তার মধ্যে উল্লেখযোগ্য ছিল শিক্ষিকা চন্দিনী ওয়াজেদের সঞ্চালনায় খুদে পড়ুয়াদের ফ্যান্সী ড্রেস ও ফ্যাশন শোতে অংশগ্রহণ।গোটা অনুষ্ঠানটি তত্ত্বাবধান করেন বিদ্যালয়ের এক্টিভিটি ইনচার্জ সোমা চট্টরাজ ও টিচার-ইন-চার্জ টি কে সন্নিগ্রাহী। সুচারু ভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষিকা সুদেষ্ণা দে, শিক্ষক প্রদীপ কুমার ওঝা, শিক্ষিকা সুমিত্রা দাস ও শিক্ষক পার্থ মান্না।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
গোটা অনুষ্ঠানটিকে সর্বাঙ্গ সুন্দর করে তোলার প্রয়াসে সামিল রয়েছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা। শুক্রবার মেলার শেষ দিনে গ্রান্ড পেরেন্টস ডেতে উপস্থিত থাকবেন মেদিনীপুর কলেজের প্রাক্তন অধ্যাপক কুমারেশ ঘোষ , প্রাক্তন জাতীয় ফুটবলার ভোলানাথ দত্ত সহ অন্যান্যরা। গোটা অনুষ্ঠানের বিভিন্ন ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের নেতৃত্ব দেয় দেবব্রত সেনাপতি, শুভম সিং,সন্দীপ্ত চ্যাটার্জী,গার্গী দাস, অরুন্ধতী সেন প্রমুখ।