Homeএখন খবরবাজারে আসার আগেই ফাঁস Real me 7 আর Realme 7 Pro ফিচার,...

বাজারে আসার আগেই ফাঁস Real me 7 আর Realme 7 Pro ফিচার, চটপট দেখে নিন

টেক ডেস্ক: বিশেষজ্ঞদের মতে ভারতের বাজারে সবচেয়ে ফাস্ট চার্জিং টেকনিক নিয়ে ৩ সেপ্টেম্বর আসতে চলেছে Realme 7 সিরিজের দুটি ফোন। ফোন দুটি হল Realme 7 এবং Realme 7 pro। গতকাল ফোনটির লঞ্চের দিন ঘোষণা করে কোম্পানি। কিন্তু আজ টুইটারে লিক হয় এই সিরিজের আসন্ন ফোন Realme 7 pro এর স্পেসিফিকেশন। চলুন দেখে নেওয়া যাক ফোন দুটির স্পেসিফিকেশন চমক।

Realme 7 Pro এর স্পেসিফিকেশন

টিপ্সটর মুকুল শর্মার টুইট অনুসারে, Realme 7 pro এ থাকতে চলেছে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন্টার্নাল স্টরেজ সহ ৬.৪ ইঞ্চির ফুল HD+ সুপার Amoled ডিসপ্লে। ফোনটি Snapdragon 720G প্রসেসারের সাথে লঞ্চ হতে চলেছে , তবে সাথে থাকতে চলেছে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজের ভ্যারিয়েন্ট ও।

ক্যামেরা

এইবার আসা যাক ক্যামেরার দিকে। ফোনটিতে দেওয়া হতে চলেছে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো , ২ মেগাপিক্সেলের ডেপথ এবং আরও একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা। ফ্রন্টে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে চলেছে বলে জানা গিয়েছে।

ব্যাটারি ও চার্জিং

স্মার্টফোনটিতে ৬০০০ mAh এর ব্যাটারির সাথে ৬৫ ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট দেওয়া হবে বলেও জানা গিয়েছে।
আকর্ষণীয় ক্যামেরা ও ফিচার থাকা ফোন দুটির দাম এখনো পর্যন্ত জানা যায়নি।

RELATED ARTICLES

Most Popular