রাজকুমার আচার্য , চণ্ডীপুর(পূর্ব মেদিনীপুর), ৯ মে: বাড়িতে অভাব তাই শ্রমিকের কাজ করতে গিয়েছিল চেন্নাই। দেশে লকডাউন শুরু হওয়ার আগেই বাড়ি ফেরার জন্য রওনা হয়েছিল কিন্তু আজও ফেরেনি চণ্ডীপুরের এক যুবক । নিখোঁজ যুবকের নাম মঙ্গল হাইত (১৮)।
নিখোঁজ যুবকের বাবা কুলবাড়ি গ্রামের বসিন্দা বাবলু হাইত বলেন, “চেন্নাইতে একটা লেবার কনস্ট্রাকশনের কাজ করতে গিয়েছিল মঙ্গল।
করোনা আতঙ্কের জেরে বাড়ি ফেরার জন্য ২১ মার্চ শনিবার চেন্নাই থেকে হাওড়ার উদ্দেশ্যে ট্রেনে রওনা হয়। ২২ মার্চ ছিল জনতা কার্ফু। ২৩ তারিখ ভোরে হাওড়ায় পৌঁছানোর কথা। হাওড়া পৌঁছানোর কয়েক ঘন্টা আগে ট্রেনের এক যাত্রীর ফোন থেকে সে আমাদের সঙ্গে যোগাযোগ করে। তার নিজের কোনও ফোন ছিল না। কিন্তু সে আজও বাড়ি ফেরেনি।”
৪০ দিনেরও বেশি হয়ে সময় অতিবাহিত হলেও ছেলে বাড়ি না ফেরায় উদ্বিগ্ন পরিবার। পরিবারের অভিযোগ, চণ্ডীপুর থানায় যোগাযোগ করলেও অভিযোগ নেয়নি পুলিশ। চন্ডীপুর থানার ওসি ইমরান মোল্লা অবশ্য দাবী করেছেন এমন কোন ঘটনা তাঁর জানা নেই ।নিখোঁজ যুবকের পরিবার ওনার সাথে যোগাযোগ করলে তিনি অবশ্যই ব্যাবস্থা নেবেন।তিনি নিজেও এই বিষয়ে খোঁজ নেবেন বলে জানিয়েছেন।