Homeএখন খবরকরোনা আবহে চিকিৎসকদের হেনস্তা করলেই জেল! রাজ্যগুলিকে নির্দেশ কেন্দ্রের

করোনা আবহে চিকিৎসকদের হেনস্তা করলেই জেল! রাজ্যগুলিকে নির্দেশ কেন্দ্রের

নিউজ ডেস্ক:ডাক্তার বা স্বাস্থ্যকর্মীদের হেনস্তা করলেই FIR ; রাজ্যগুলিকে নির্দেশ দিল কেন্দ্র।করোনা আবহে চিকিৎসকদের হেনস্তা করলেই হতে পারে জেল। হেনস্তাকারীর বিরুদ্ধে মহামারী আইনে ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্রীয় সরকার এই মর্মে রাজ্যগুলিকে চিঠি পাঠিয়েছে। করোনা আবহে লড়াই করছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। অখচ দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাঁদের হেনস্তার খবর সামনে আসছে। যার জেরে ক্ষোভ বাড়ছে ডাক্তারদের মধ্যেও। সেই ক্ষোভ প্রশমিত করতেই কড়া পদক্ষেপ করল কেন্দ্র।

গত শনিবার এ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি দেন। সেই চিঠিতে বলা হয়েছ, “চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী হেনস্তার নেতিবাচক প্রভাব পড়তে পারে স্বাস্থ্য পরিষেবায়। হুমকি দেওয়া বা হামলার ঘটনা তাঁদের মনোবলকে ম্লান করে দিতে পারে। তৈরি করতে পারে নিরাপত্তাহীনতা। যা স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।”

কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব আরও জানিয়েছেন, “বর্তমানের কিছু ঘটনা কঠোর ব্যবস্থা নেওয়ার দিকে ঠেলে দিচ্ছে। স্বাস্থ্যকর্মীদের উপর হামলায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে FIR করতে হবে।” এছাড়া তিনি নির্দেশ দিয়েছেন, এ ধরণের ঘটনায় দায়ের হওয়া এফআইআর-গুলির অগ্রাধিকারের ভিত্তিতে তদন্ত করতে হবে। অভিযুক্তদের উপযুক্ত শাস্তি দিতে হবে।

উল্লেখ্য করোনা কালে দেশ জুড়ে চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের নিগ্রহের খবর উঠে আসছে। মৃত করোনা রুগীর পরিবার, আত্মীয়দের হাতে নির্মমভাবে প্রহৃত হয়েছেন চিকিৎসাক চিকিৎসাকর্মীরা। সরকারি বেসরকারি সম্পত্তি ভাঙচুর, পরিকাঠামো ধ্বংস ইত্যাদি ঘটনা ঘটেই চলেছে। বাদ পড়েনি এই রাজ্যও। মৃত করোনা রুগীর পরিবারের তান্ডবে ব্যাহত হয়েছে পরিষেবা, বিপাকে পড়েছেন অন্য রোগীরা। ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দেশের সমস্ত হাসপাতালকে কঠোর নিরাপত্তা বলয়ে আনার দাবি করেছিলেন চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল এশোসিয়েসন বা IMA.

RELATED ARTICLES

Most Popular