Homeএখন খবরসাগর দ্বীপের ওপরই আছড়ে পড়ল বুলবুল, ব্যাপক ক্ষয়ক্ষতি, ভাঙল কয়েক হাজার বাড়ি,...

সাগর দ্বীপের ওপরই আছড়ে পড়ল বুলবুল, ব্যাপক ক্ষয়ক্ষতি, ভাঙল কয়েক হাজার বাড়ি, উপড়ে পড়ল গাছ, সরানো হল ৫০হাজার মানুষকে

হলদিয়া 

নিজস্ব সংবাদদাতা : অবশেষে ঝাঁপিয়ে পড়ল বুলবুল। মধ্যরাতের পরিবর্তে শনিবার সন্ধ্যা সাড়ে আটটা নাগাদ সাগর দীপের কাছে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় বুলবুল । ঘন্টায় ১২০ কিলোমিটার বেগে । শুরু হয়েছে ঝড়ের তান্ডব। সেই তাণ্ডবের জেরে সাগর, কাকদ্বীপ , বকখালি সমেত বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপড়ে পড়েছে প্রচুর গাছ, ভেঙেছে হাজার খানেক কাঁচাবাড়ি। বিদ্যুৎ বিহীন হয়ে রয়েছে ব্যাপক অঞ্চল।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আপাতত সাগরদ্বীপ-বকখালির মাঝে বুলবুলের অবস্থান ৷ বুলবুলের জেরে বিমান পরিষেবা পুরোপুরি বন্ধ ৷ ১২ ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বিমানবন্দর ৷জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর লোকেরা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন। উপকূল থেকে হাজার হাজার মানুষ ও গৃহ পালিত পশুগুলিকে সরিয়ে আনা হয়েছে ত্রাণ শিবিরের। 

বকখালি 

ঝড়ের তাণ্ডব পুর্ব মেদিনীপুরেও । পারিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন , জুনপুট কাঁথি এলাকায় প্রায় আশি কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া  বইছে। নানা জায়গাতে গাছ ভেঙে পড়ে বলেও জানান তিনি । পূর্ব মেদিনীপুরের দিঘা থেকে নয়াচর পর্যন্ত প্রায় ৫৭কিলোমিটার লম্বা এলাকায় ঝড়ের দাপটে প্রচুর বাড়ি ভেঙে পড়ে ও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন সেচ ও পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বিভিন্ন এলাকায় রাস্তায় গাছ ভেঙে পড়ে ।পানের বরজে র ব্যাপক ক্ষতি হয়েছে বলেও জানান তিনি । দিঘা, নন্দীগ্রাম, খেজুরি, মহিষাদলের বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে । শুধু পুর্ব মেদিনীপুরেই ২২ হাজার মানুষ কে নিরাপদ জায়গা তে নিয়ে যাওয়া হয়েছে । পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা পঞ্চায়েতের সাথে এলাকার মানুষকে সরিয়ে নিয়ে গিয়ে তাদের জন্য যা যা করার করছে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
দিঘা এই মুহুর্তে পর্যটকশূণ্য। দিঘার আশেপাশে দোকানপাট বন্ধ রাখা হয়েছে। বকখালি, মন্দারমণি, ফেজারগঞ্জ এলাকার ঝোড়ো হাওয়ায় বইছে। সাতজেলায় বন্ধ রাখা হয়েছে স্কুলও। দুই ২৪ পরগণা ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হচ্ছে সকাল থেকেই। কলকাতায় ৫০-৬০ কিমি বেগে ঝড় আসতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। 

RELATED ARTICLES

Most Popular