Homeএখন খবরফের বুলবুলে ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে এগিয়ে এল মথুরাপুর কৃষ্ণচন্দ্র হাই স্কুল

ফের বুলবুলে ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে এগিয়ে এল মথুরাপুর কৃষ্ণচন্দ্র হাই স্কুল

নিজস্ব সংবাদদাতা: পঠন পাঠনের পাশাপাশি পিছিয়ে পড়া প্রান্তিক এলাকার সামাজিক কল্যানে বরাবরই নিজস্ব পরিচিতি বজায় রেখেছে দক্ষিন ২৪পরগনার মথুরাপুর কৃষ্ণচন্দ্র হাইস্কুল। বিভিন্ন সেবা প্রদান, সামাজিক সচেতনতা তৈরি ইত্যাদি নানা কর্মকাণ্ড ধারাবাহিক ভাবেই করে চলে স্কুল। পাশাপাশি আর্তজনের পাশে দাঁড়ানোর ভূমিকাতেও অনন্য নজির রেখে চলেছে এই স্কুল।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রবিবার ছুটির দিনেও তাই চরম ব্যস্ততায় কাটল স্কুলের পড়ুয়া, শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের মধ্যে। এদিন সুন্দরবনের সাগর ব্লকের বুলবুল ঝড়ে বিধ্বস্ত অসহায় , দুঃস্থ  তিন হাজার মৌশুনি দ্বীপ বাসীদের হাতে তুলে দেওয়ার আয়োজন করা হয়েছিল স্কুলের তরফে। সেই আয়োজনকে পুষ্ট করতে এগিয়ে এসেছিল স্বেচ্ছাসেবী সংস্থা কলকাতার ডিভাইন ডেস্টিনেশন। সহযোগিতায় এগিয়ে এসেছিল রাইদীঘির মুক্তি, রোটারী ক্লাব অব ক্যালকাটা টাওয়ার্স কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষাকর্মীরা ছাড়াও উপস্থিত ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট শ্রী মৃদুল সৃমানী,বিশিষ্ট সমাজ সেবক শ্রী সুমিত মাইতি,প্রধান শিক্ষক শ্রী চন্দন মাইতি,উপপ্রধান শ্রী রামকৃষ্ণ মণ্ডল,সমাজসেবী শ্রী দেবপ্রসাদ হালদার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উল্লেখ্য গত ২৯শে ডিসেম্বর মাসে টিফিনের টাকা বাঁচিয়ে মথুরাপুর এর  কৃষ্ণচন্দ্র পুর হাই স্কুলের ছাত্র ছাত্রীরা বিদ্যালয়ের শিক্ষক ও কলকাতার ডিভাইন ডেস্টিনেশনের  এর সহায়তায বুলবুল ঝড়ে বিধ্বস্ত দু হাজার অসহায়,দুঃস্থ  পরিবারের হাতে শীত বস্ত্র তুলে দিয়েছিল। 

RELATED ARTICLES

Most Popular