টেক ডেস্ক: নতুন বছরে নতুন চমক বিএসএনএল-এর। সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল গ্রাহকদের জন্য আবারও নতুন অফার নিয়ে হাজির। এবারে নতুন ব্রডব্যান্ড অথবা ল্যান্ড লাইন কানেকশন অথবা ফাইবার কানেকশন গ্রহণ করলে আর কোনরকম চার্জ দিতে হবে না ইনস্টল করার জন্য। তবে থাকছে বেশ কিছু শর্ত ।
বর্তমানে ব্রডব্যান্ড পরিষেবা যদি আপনি নিতে চান তাহলে আপনাকে অতিরিক্ত কিছু খরচ দিতে হবে। তার পাশাপাশি আনুষঙ্গিক আরও কিছু খরচ থাকে যা মিলিয়ে ব্রডব্যান্ড কানেকশনের খরচ অনেকটা বেড়ে যায়। কিন্তু ব্রডব্যান্ড গ্রাহকদের নিজেদের দিকে আকর্ষিত করতে এবারে বিএসএনএল একটি নতুন অফার নিয়ে চলে এসেছে। রাজ্যের যে কোনও গ্রাহক যদি বিএসএনএল ব্রডব্যান্ড, ল্যান্ডলাইন অথবা ফাইবার কানেকশন গ্রহণ করেন তাহলে সেটি ইন্সটল করার খরচ আর দিতে হবে না তাদের। সংস্থা বিনামূল্যে তাদের বাড়ীতে তাদের কানেকশন ইন্সটল করে দেবে।
তবে সব গ্রাহক কিন্তু এই অফারের আওতায় আসবেন না। বিএসএনএল জানিয়েছে, চলতি বছরের ৩০ সেপ্টেম্বর তারিখের আগে যারা পুরনো বিএসএনএল কানেকশন বাতিল করেছেন তারা যদি নতুনভাবে ব্রডব্যান্ড লাইন কিংবা ফাইবার কানেকশন গ্রহণ করেন তাহলে ইনস্টল খরচ নেওয়া হবে না। তার সাথেই এটাও প্রযোজ্য, এই অফার যদি আপনি গ্রহণ করতে চান তাহলে একসাথে কিন্তু ছয় মাসের পেমেন্ট করতে হবে। তবে যারা ফাইবার কানেকশন গ্রহণ করবেন তাদের ক্ষেত্রে LCO প্রভিশনিং চার্জ দিতে হবে।
তবে, বর্তমানে শুধুমাত্র কেরালার জন্য এই নতুন সুবিধা আনা হয়েছে। মনে করা হচ্ছে দেশের অন্যান্য রাজ্যেও এই পরিষেবা চালু করা হবে কিছুদিনের মধ্যে।