নিজস্ব সংবাদদাতা: মুখ্যমন্ত্রী বলেই চলেছেন সময়ের কাজ সময়ে শেষ করতে হবে। ফি-বছর উড়ে যাচ্ছেন জেলা সফরে। আমলা মন্ত্রী সমন্বিত বৈঠক, প্রশাসনিক সভা, জনসভা হচ্ছে। কিন্তু সাত মন তেল পুড়িয়েও রাধা যে নাচছে না তার জলজ্যান্ত উদাহরন ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর-নয়াগ্ৰাম ৫নম্বর রাজ্য সড়কের মাঝে গৌড়ীয়া খালের ওপর সেতুটি।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
গোপীবল্লভ পুর থেকে খড়িকামাথানি হয়ে নায়গ্রাম কিংবা ধুমসাই যাওয়ার রাস্তার মাঝে ফানিয়ামারা গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে গৌড়ীয়া খাল।তার ওপর রয়েছে একটি সেতু, যেটা দীর্ঘ দিনের হওয়ার ফলে জীর্ণ হয়ে পড়েছিল তাই পূর্ত দফতরের তত্ত্বাবধানে ২০১৬ সালে অক্টোবর মাসে কাজ শুরু হয়েছে একটি বড় ব্রীজ তৈরীর কাজ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
নির্মাণের কাজ শেষ হওয়ার কথা ২০১৯ এর এপ্রিল মাসে, সেই মতো বোর্ড ও টাঙ্গানো আছে নির্মীয়মান সেতুর পাশে। কিন্তু সময় সীমা পার হওয়ার ৭ মাস পার হলেও এখনো অনেক বাকি কাজ। পাশের দূর্বল সেতু দিয়ে যানবাহন চলাচল করলেও তার উপর দিয়ে ভারি গাড়ি চলাচলের নিষেধাজ্ঞা জারি আছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ফলে মাল পরিবহনের ক্ষেত্রে বিশাল অসুবিধায় পড়তে হচ্ছে নয়াগ্ৰাম এবং গোপীবল্লভপুর এর বিশাল অংশের মানুষকে। অনেক গাড়ি না জেনে ব্রীজ এর কাছে এসে পড়লে পার হতে পারছে না তাদের আবার ফিরে যেতে হচ্ছে। ফsrলে এলাকার মানুষের একটাই দাবি তাড়াতাড়ি শেষ হোক গৌড়ীয়া খালের উপর সেতু তৈরির কাজ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
প্রশাসন সুত্রে জানানো হয়েছে কিছু অনিবার্য কারনে সংযোগকারী রাস্তার কাজ থমকে রয়েছে। শীঘ্রই শুরু হবে সেই কাজ। যদিও কবে হবে তা এখুনি বলা যাচ্ছেনা। তাই এখনই মানু্ষের দুর্ভোগ কাটছে এমনটা বলা খুবই মুশকিল।