প্রতীকি ছবি, সৌজন্য: ইন্টারনেট |
নিজস্ব সংবাদদাতা: শরীরময় ক্ষত বিক্ষত ধারাল অস্ত্রের আঘাত। রক্তাক্ত দেহটি মুড়ে মুচড়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে প্রমান সাইজের একটি ট্রলি ব্যাগে। পূর্ব মেদিনীপুরের মেচেদা রেল স্টেশনের ফাঁকা লোকাল ট্রেনের কামরা থেকে উদ্ধার ওই যুবকের দেহকে ঘিরে চাঞ্চল্য ছড়াল স্টেশন চত্বরে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের মেচেদা স্টেশনে। ঘটনার খবর পেয়েই ছুটে এল রেল সুরক্ষা বাহিনী ও রেল পুলিশ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পুলিশ সূত্রে জানা গেছে ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে যখন হাওড়া থেকে মেচেদা গন্তব্যে আসা শেষ ট্রেনটি মেচেদার কারশেডে পাঠানো হয়েছিল। বুধবার সকালে সাফাইকর্মীরা ট্রেনটি পরিষ্কার করতে গেলে তাঁদের নজরে পড়ে একটি ট্রলি। কৌতুহলবশত সেটি খুলতেই আঁতকে ওঠেন সাফাইকর্মীরা। বেরিয়ে আসে এক ব্যক্তির দেহ। তড়িঘড়ি খবর দেওয়া হয় জিআরপি ও স্থানীয় থানায়। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তমলুক মহকুমা হাসপাতালে পাঠায়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পুলিশের অনুমান উদ্ধার হওয়া ক্ষত বিক্ষত দেহটি বছর ৩৫-এর এক যুবকের। দেহে একাধিক আঘাতের চিহ্নও রয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, অন্য কোথাও খুনের পর প্রমাণ লোপাটের জন্য দেহটি ট্রলিতে ভরে ট্রেনে ফেলে গিয়েছে অভিযুক্তরা। তদন্ত শুরু হয়েছে। পুলিশের তরফে হাওড়া থেকে মেচেদা সমস্ত স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি সংলগ্ন এলাকায় কোনও নিখোঁজ যুবকের জন্য কোনও মিসিং ডায়রি হয়েছে কিনা তাও খোঁজ নিচ্ছে পুলিশ।