Homeএখন খবরমেদিনীপুরে উদ্ধার মহিলার নগ্ন, ক্ষত বিক্ষত দেহ, ধর্ষন করেই কি খুন, তদন্তে...

মেদিনীপুরে উদ্ধার মহিলার নগ্ন, ক্ষত বিক্ষত দেহ, ধর্ষন করেই কি খুন, তদন্তে পুলিশ

নিজস্ব সংবাদদাতা: রবিবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যাওয়া এক মহিলার নগ্ন ক্ষত বিক্ষত দেহ উদ্ধার হল বাড়ি থেকে প্রায় পৌনে দু কিলোমিটার দুরে ফাঁকা মাঠের মধ্যে। মেদিনীপুর পুরসভার ২নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওই ৪৭ বছরের মহিলাকে ধর্ষন করার পরই খুন করা হয়েছে বলে পরিবারের লোকেদের অভিযোগ।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

পরিবারের বড় মেয়ে অভিযোগ, ” একাধিক দূর্বৃত্ত পাশবিক অত্যাচার করে দলবদ্ধ ধর্ষণ করে প্রমান লোপাটে খুন করেছে।” দেহ উদ্ধার স্থলে মুখ, কান গড়িয়ে রক্ত ঘাসের গায়ে জমাট বাঁধা রক্ত লক্ষ করা গেছে। মহিলার নগ্ন শরীরের বুক সহ নানা স্থানে ক্ষত চিহ্ন রয়েছে । সন্ধ্যায় হয়ে যাওয়া বৃষ্টির পর ওই ঘটনায় ভিজে মাটিতে দাপাদাপির চিহ্ন স্পষ্ট। সোমবার সকালে পরনের কাপড়, শায়া, ব্লাউজ ছিন্ন ভিন্ন অবস্থায় নজরে পড়ার পর স্থানীয় মানুষই কাপড় দিয়ে ঢেকে দেন মহিলার দেহ।
ঘটনার খবর পেয়ে মেদিনীপুর পৌরসভায় ২ নম্বর ওয়ার্ড কুইকোটা এলাকার শনি মন্দিরের বিপরীতের বাসিন্দা ওই মহিলার পরিবার হতবাক হয়ে পড়েছে। মহিলার ছেলেরা জানায়, দেড় বছর আগে তাদের বাবা ক্যানসারে মারা যায়। সেই চিকিৎসা করাতে নিঃস্ব হয়ে যাওয়া পরিবারের মাথা পরিচারিকার কাজ করতেন মৃত রুকমনি রুইদাস। লক ডাউনে মা সহ তিন ভাইয়ের কাজ নেই। কয়েকদিন ধরে হাঁড়ি চড়ছিল না দুবেলা। রবিবার বিকালে হাল্কা ঝড়বৃষ্টি হয়। দুই ছেলের ঘরের দুই নাতির জন্য খাবার জোগাড়ে বের হয়েছিলেন ঝড় ধামার পর। তখন সন্ধ্যা ছ’টা মতো হবে। তাই ছোটো দুই নাতির খাবার জোগাড়ে গিয়ে এমন নৃশংসতার শিকার হবেন এই বয়সে যাহা ভাবনার অতীত।
একে একে তিন ছেলে রাতে বাড়ী ফেরে কিছু রান্নার জোগাড় নিয়ে। তাদের মা না ফেরায় তিন ভাই খোঁজ নিতে বের হয়। পাশেই তাদের বড় দিদি পুষ্পা রুইদাসের বাড়ীতে গিয়ে জানতে পারে সেখানে যায়নি। সিপাই বাজারে এক আত্মীয়ের বাড়ীতে গিয়ে খোঁজ নেয় তারা, সেখানে পাওয়া যায়নি। আরো দুই দিদির বাড়ী বা অন্য কোনো কারোর বাড়ী গিয়ে আটকে যেতে পারে, এমন ভাবনায় রাত ১২টা সবাই ঘরে ফিরে আসে। সকালে খোঁজ নেওয়া সহ থানায় অভিযোগ করতে যাবে এমনই সময় আসে এই ভয়ংকর খবর ।
সোমবার সকালে মেদিনীপুর সদর ব্লকের শিরোমণি অঞ্চলের পাখি বাগান মৌজায় আবাস কিষান মান্ডির প্রাচীর অার শশ্মানের মাঝে ফাঁকা মাঠে সেই দেহ প্রথমে স্থানীয় মানুষরাই দেখতে পান। তারাই পুলিশে খবর দেয়। সেই খবর এলাকায় ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ তোলার সময় মৃতার ছেলেরাও পৌঁছায়, দেহ সনাক্ত করেন। পুলিশ ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে।

RELATED ARTICLES

Most Popular