গৌরনাথ চক্রবর্ত্তী, পূর্ব বর্ধমানঃপূর্ব বর্ধমানের কাটোয়া ২ নং ব্লকের ইসলামপুর জি এন বি ইনস্টিটিউশনে থ্যালাসেমিয়া কেরিয়ার ডিটেকশন ক্যাম্প অনুষ্ঠিত হলো সোমবার। বর্ধমান মেডিকেল কলেজ এর সহযোগিতায় এই ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তার আগে ছাত্রছাত্রীদের নিয়ে একটি মনোগ্রাহী সেমিনার পরিচালনা করেন বর্ধমান মেডিকেল কলেজের সাতজনের একটি টিম।ছাত্রছাত্রীরা এতে বিশেষ ভাবে উপকৃত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামজীবন হাজরা সহ বিদ্যালয়ের সমস্ত শিক্ষক ও শিক্ষিকারা উপস্থিত ছিলেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এই ধরনের ক্যাম্প হওয়ায় ছাত্র-ছাত্রীরা খুবই খুশী।।আগামী দিনে যাতে বিদ্যালয়ে এই ধরনের ক্যাম্প বেশি করে হয় তারজন্য বিদ্যালয়ের তরফ থেকে মেডিকেল টিমের কাছে আবেদন জানানো হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক রামজীবন হাজরা জানান, অষ্টম-দশম শ্রেণীর মোট ৪৭ জন ছাত্র-ছাত্রীর থ্যালাসেমিয়া কেরিয়ার ডিটেকশন এর জন্য রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে।