পুড়ে ছাই , পড়ে আছে সার সার গাড়ির কঙ্কাল |
নিজস্ব সংবাদদাতা: ফের অগ্নিদগ্ধ কল্লোলিনী কলকাতা আর এবার পুড়ে ছাই হয়ে গেল ৩৫টি চারচাকা। মহানগরের এদিনের আগুনের ভয়াবহতা কোটি টাকার সম্পত্তিকে গ্রাস করে নিয়েছে। দমকল সূত্রে জানা গেছে ভয়াবহ আগুন লাগার ঘটনাটি বাইপাসের ধারে কলিকাপুর লাগোয়া গাড়ির একটি ওয়ার্কশপে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের আটটি ইঞ্জিন। তাঁরা আগুন নেভানোর চেষ্টা করছেন। ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী সুজিত বসুও। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় দমকল কর্মীরা আগুন আয়ত্তে আনতে পারলেও, ওই সার্ভিস সেন্টারের থাকা ৩৫ টির বেশি গাড়়ি পুড়ে ছাই হয়ে যায়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুর পৌনে তিনটে নাগাদ তারা আগুনের খবর পায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুর ২টো ৩৫ মিনিট নাগাদ প্রথম আগুন দেখতে পান ওই ওয়ার্কশপের কর্মীরা। কালিকাপুরের কিসান মার্কেটের কাছে ওই ওয়ার্কশপ। প্রথমে কর্মীরা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করলেও, দ্রুত আগুন ছড়িয়ে যায় এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।
স্থানীয়রা জানিয়েছে কার্যত জতুগৃহ ছিল ওই ওয়ার্কশপটি কারন পেট্রোল, ডিজেল এবং মোবিলের মতো দাহ্য পদার্থ মজুত ছিল সেখানে। ফলে আগুন দ্রুত ছড়িয়ে যায়। এখনও আগুনে কেউ আটকে পড়েছেন বা আহত হয়েছেন এমন কোনও খবর নেই।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
দমকল কর্মীদের পাশাপাশি ঘটনাস্থলে গিয়েছেন কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরাও। দমকল মন্ত্রী বলেন,‘‘ কী ভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখবেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। আর ওই ওয়ার্কশপে অগ্নিনির্বাপক ব্যাবস্থা পর্যাপ্ত ছিল কি না তাও দেখা হচ্ছে।”