নিজস্ব সংবাদদাতা : বাবা মজুত করেছিল বিস্ফোরক মাশুল দিল ছেলে। হঠাৎই বিস্ফোরনে প্রায় উড়ে গেল কিশোরের হাত । বীরভূম জেলার রামপুরহাট থানার ছোড়া গ্রামের এই ঘটনায় ছড়িয়েছে ব্যপক চাঞ্চল্য এলাকা জুড়ে । স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামেরই এক চতুর্থ শ্রেণির ছাত্র অভিজিৎ মেহনা তার বাড়ির সামনে বৃহস্পতিবার সকালে তার বন্ধুদের সাথে খেলা করছিল।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সেই সময় বাড়ির সামনে এক আবর্জনার স্তুপের মধ্যে তারা একটি প্লাস্টিকের প্যাকেট দেখতে পায়। কৌতহলবশত সেটা হাতে নিতেই বিকট শব্দে কেঁপে ওঠে চারিদিক। এর জেরে ঝলসে যায় অভিজিতের ডান হাত। জানা গেছে, অভিজিতের ডান হাতটি কুনুইয়ের নীচ থেকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রামবাসীরা শিশুটিকে উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। অনুমান, প্যাকেটের মধ্যে মজুদ ছিল জিলেটিন স্টিক।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জখম শিশুর মা সান্ত্বনা মেহেনা জানিয়েছেন, আমার স্বামী পাথর খাদানের কর্মী। মাঝে মাঝে তিনি খাদান থেকে বিস্ফোরক এনে সাবধানমতই মাটিতে, আবর্জনার মধ্যে মজুদ করে রাখত। এই রকম বিপদ হবে ভাবিনি।
প্রশ্ন হল কি ভাবে খাদান থেকে ওই মারাত্মক বিস্ফোরন বেরিয়ে আসত আর সেই বিস্ফোরক কোথায় যেত? পুলিশ তদন্ত শুরু করেছে।