নিজস্ব সংবাদদাতা: শনিবার বিজেপির মহিলা মোর্চার জোরালো থানা ঘেরাও কর্মসূচি দেখেছিল নারায়নগড় আর তার ২৪ঘন্টার মধ্যেই বিজেপির ঘর ভাঙতেও দেখল নারায়নগড়ই। সব মিলিয়ে দু’দিন দু’রকম ঘটনার স্বাদ পেলেন পশ্চিম মেদিনীপুরের নারায়নগড় বাসিন্দারা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার নারায়নগড়ের মকরামপুরে সংশোধিত নাগরিক আইন ও এনআরসির বিরোধী প্রতিবাদ মিছিল ও পথসভা আয়োজন করা হয়েছিল। এই কর্মসূচিতে রবিবার বিকেলে নারায়নগড় পঞ্চায়েত সমিতির মকরামপুর গ্রামপঞ্চায়েতের বিজেপি থেকে প্রায় সাড়ে তিনশ কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করে বলে দাবি করা হয়। তাদের হাতে পতাকা তুলে দেন বিধায়ক প্রোদ্যৎ ঘোষ, নারায়নগড় ব্লক সভাপতি মিহির চন্দ ও সূর্যকান্ত অট্ট সহ অন্যান্য নেতৃত্বরা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শনিবারই থানা অভিযান করে নিজেদের শক্তি প্রমান করেছিল বিজেপি। শুধুমাত্র দলের মহিলা মোর্চার সদস্যাদের সেই জোরালো অভিযান নাস্তানাবুদ করে দেয় পুলিশকে। পরিস্থিতি সামাল দিতে বেপরোয়া লাঠি চালায় পুলিশ। আহত হয়ে প্রচুর মহিলা সদস্যরা। থানা পর্যন্ত পৌঁছাতে না পারলেও মহিলা আন্দোলনকারীদের ওপর পুরুষ পুলিশ কর্মীদের আক্রমন ডিভিডেন্ড দেয় বিজেপিকে। কার্যত সফল হয়ে যায় বিজেপির উদ্দেশ্য।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
আর তার ২৪ঘন্টার মধ্যেই কি এমন পট পরিবর্তন হল যে সেই নারায়নগড়েই একদল বিজেপি সমর্থক তৃণমূলে যোগ দিল? বিজেপির তরফে জানানো হয়েছে শনিবার ঘটনার পর রাতেই বাছাই করা বেশ কিছু শক্তি প্রমুখের ওপর চাপ সৃষ্টি করা হয় তৃণমূলের তরফে। বলা হয় রবিবারের কর্মসূচিতে যোগদান না করলেন পুলিশি মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে। সেই চাপ নিতে পারেনি অনেকে তবে এতে বিজেপির শক্তি হ্রাসের কোনও সম্ভাবনাই নেই কারন যত মানুষকে ওরা ভাঙিয়ে নিয়ে যাচ্ছে তার থেকে বহুগুন মানুষ শিবির পরিবর্তন করে ভেতরে ভেতরে বিজেপি হয়েছে। গত লোকসভায় তার প্রমান মিলেছে আর বিধানসভায় আরও বেশি করে মিলবে।
তৃণমূলের তরফে পাল্টা দাবি করা হয়েছে বিজেপির চটকদারি রাজনীতি খোলস খুলে গিয়েছে তাই মানুষ উন্নয়নের স্বার্থে তৃণমূলে ফিরছে।