Homeএখন খবরসিভিকের নেতৃত্বে বিজেপি সমর্থক বৃদ্ধাকে মারধরের পর খাওয়ানো হল পেচ্ছাপ, দাঁতনে অভিযুক্ত...

সিভিকের নেতৃত্বে বিজেপি সমর্থক বৃদ্ধাকে মারধরের পর খাওয়ানো হল পেচ্ছাপ, দাঁতনে অভিযুক্ত তৃনমূল কংগ্রেস

নিজস্ব সংবাদদাতা: লাগাতার সংঘর্ষের জের চলছেই পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানা এলাকা জুড়ে। থানার বিস্তীর্ণ এলাকার বিজেপি তৃণমূল সংঘর্ষ উত্তপ্ত, তারই মধ্যে এবার মধ্যযুগীয় বর্বরতার আভিযোগ এল ওই থানা এলাকার বাঁশবনী গ্রাম থেকে । আভিযোগ এক সিভিক ভলেনটিয়ার্সয়ের নেতৃত্বে ৬৫ বছরের বৃদ্ধ মহিলা কর্মীকে মারধর করার পর তাঁকে অভিযুক্তদের পেচ্ছাপ খেতে বাধ্য করা হয়েছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
পুলিশের সহায়তায় দাঁতন গ্রামীন হাসপাতালে ভর্তি আহত ওই বিজেপি সমর্থক বৃদ্ধা হাসপাতালের বিছানায় শুয়ে জানিয়েছেন, ‘এলাকা জুড়ে সন্ত্রাসের পরিপ্রেক্ষিতে পুলিশ আমার ছেলেকে গ্রেপ্তার করেছে।  বাড়িতে পুত্রবধূকে নিয়ে আমি একাই ছিলাম।  সোমবার রাত ১০টা নাগাদ তৃণমূলের কিছু মহিলা আমার বাড়ির উপর চড়াও হয় এবং আমাকে বেধড়ক মারধর করতে থাকে, শুধু তাই নয় আমার বৌমাকে ও শারীরিক নির্যাতন করা হয়, আমি বাধা দিতে গেলে আমাকে বাইরে টেনে বেধড়ক মারধর করা হয়,পরে আমাকে পেচ্ছাপ খাওয়ানো হয়,শুধু তাই নয় এরপর গোটা রাত বাইরেই  পড়ে থাকি আমি। ভোরে পুলিশ আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জানা গেছে কয়েকদিন আগে এই থানারই ঘোলাইতে সাত তৃনমূল কর্মী আহত হওয়ার ঘটনায় কয়েকজন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। তারমধ্যে ওই নির্যাতিতা বৃদ্ধার ছেলেও রয়েছে। বিজেপির আভিযোগ আর বাড়ি পুরুষহীন হওয়ার সুযোগ নিয়েই এই আক্রমন চালায় তৃণমূল।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
দাঁতন বিজেপি নেতা মোসাফ মল্লিক জানিয়েছেন, তিন উপনির্বাচনে জয়ের উল্লাসে গ্রামে গ্রামে নির্বিচার তাণ্ডব চালাচ্ছে তৃনমূল। সোমবারের ঘটনা তারই উদাহরন। আমরা প্রসাশনের কাছে সুবিচার চাইছি।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
যদিও তৃণমূলের সংশিষ্ট অঞ্চল কমিটির  সভাপতি সুশান্ত কুমার ঘোষ বলেন, ”এই আভিযোগ সর্বৈব মিথ্যা। আমাদের নেতৃত্বের নির্দেশ রয়েছে এলাকায় কোন রকম ভাবে অশান্তি সৃষ্টি না করার, এটা বিজেপির চক্রান্ত এই ধরনের ঘৃণ্য ধরনের কাজ নিজেরাই করে তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে।” 

RELATED ARTICLES

Most Popular