নিজস্ব সংবাদদাতা: প্রতিহিংসার রাজনীতি করছেন শাসকদল ও পুলিশ । আর সেই কারনে দুজন মহিলাকে গ্রেপ্তার করার মত ঘৃন্য কাজ করেছে তারা । এমনটাই দাবি করল বিজেপির নেতা কর্মীরা। শনিবার গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির দুজন কর্মাধ্যক্ষকে গ্রেপ্তারের প্রতিবাদে শনিবার বিকালে গোপীবল্লভপুরে ধিক্কার মিছিল করল বিজেপি। আর সেখানেই উঠে আসল প্রতিহিংসার রাজনীতির কথা ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এদিন মিছিলে নেতৃত্ব দেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ এছাড়াও মিছিলে ছিলেন ঝাড়গ্রাম জেলা বিজেপির সভাপতি সুখময় সতপথী সম্পাদক অবনী ঘোষ। মিছিল গোপীবল্লভপুরের খুন্তি চক থেকে শুরু হয়ে পুরো গোপীবল্লভপুর বাজার প্রদক্ষিণ করে।এই মিছিলে বিজেপি নেতা অবনী ঘোষ বলেন- বিডিও এবং প্রশাসন এভাবে রাজ্য সরকারের হয়ে কাজ করলে ভবিষ্যতে গোপীবল্লভপুরে আরও বৃহত্তর আন্দোলন হবে। তখন গোপীবল্লভপুর স্তব্ধ হবে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এদিনের এই মিছিল শুরুর কিছুক্ষণ বাদে হাতি বাড়ি মোড়ে মিছিল পৌঁছালে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মিছিল ছেড়ে চলে যান অন্যত্র দলীয় কর্মসূচি থাকার জন্য।এর ফলে ক্ষুব্ধ হন বেশ কিছু বিজেপি সাধারণ কর্মী। মিছিলের জন্য গোপীবল্লভপুর এর হাতি বাড়ি মোড় বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে। সমস্যায় পড়েন সাধারণ নিত্যযাত্রীরা। কিন্তু সবশেষে বিজেপির কর্মীদের সুখবর শোনান বিজেপি নেতা অবনী ঘোষ। তিনি জানান দুজন গ্রেফতার হওয়া পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আজ জামিনে মুক্ত হয়েছেন।