Homeএখন খবরতৃণমূলে যোগ না দেওয়ার বিজেপির বুথ সভাপতিকে অপহরনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

তৃণমূলে যোগ না দেওয়ার বিজেপির বুথ সভাপতিকে অপহরনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

কি হয়েছিল , বলছেন অপহৃত নেতার স্ত্রী 

নিজস্ব প্রতিনিধি: নিজের দল ছেড়ে শাসকদলে যোগ না দিতে চাওয়ায়  এক বিজেপি কর্মীকে অপহরন করার আভিযোগ উঠল শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। যদিও এই আভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঘটনাকে ঘিরে দুই দলের মধ্যে শুরু হয়েছে চাপান উতোর। পশ্চিম মেদিনীপুরের জেলা সদরের ঘটনায়া চলছে রাজনৈতিক জল্পনাও।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
জানা গেছে অপহৃত ওই বিজেপি কর্মীর নাম উত্তম ধাউড়া। তিনি মেদিনীপুর সদর ব্লক এলাকার পাটালাইকা গ্রামের বিজেপি বুথ সভাপতি। বিজেপির অভিযোগ গত কয়েকদিন ধরেই তাঁকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য চাপ দিচ্ছিল স্থানীয় তৃণমূল নেতৃত্ব। কিন্ত তিনি রাজি হননি আর সেকারনেই তাঁকে রাতের অন্ধকারে অপহরণ করেছে তৃণমূলেরই গুন্ডারা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অপহৃত বিজেপি নেতার স্ত্রী অর্চনা  অভিযোগ করেছেন, রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হতেই ওঁত পেতে থাকা একদল দুষ্কৃতী রাতে বাড়ি থেকে তাঁকে তুলে নিয়ে চলে যায়।
অর্চনা আরও অভিযোগ ‌করেন গত কয়েক মাস ধরেই তৃণমূলের পক্ষ থেকে আমার স্বামীকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে প্রস্তাব দেওয়া হচ্ছিল।গত শনিবার তৃণমূলের এক দল নেতা  তৃণমূলে যোগ দেওয়ার জন্য চুড়ান্ত হুঁশিয়ারি দিয়ে যায়। তারা আরও বলে যে  সাংবাদিক সম্মেলন করে তৃণমূলের পার্টি অফিসে নিয়ে গিয়ে তাঁকে তৃণমূলে যোগদান করানো হবে। তারপরেই এই ঘটনা।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অদ্ভুত ভাবে কোতওয়ালি থানায় একটি অভিযোগ দায়ের করে বলা হয় বিজেপি দলের তাঁদের বুথ সভাপতির দলত্যাগ আটকানোর জন্যই এই কাজ করেছে। এরপরই  ভেঙে যাওয়ার হাত থেকে রক্ষা করতে অপহরণ করেছে। এরপরই বিজেপির পক্ষ থেকে আরেকটি পাল্টা আভিযোগ দায়ের করে বলা হয় তৃণমূলে যোগ না দিতে চাওয়ায় তৃণমূলের লোকেরা আমাদের বুথ সভাপতি কে অপহরণ করেছে।

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বিজেপির জেলা সম্পাদক অরূপ দাস এর অভিযোগ-” আমাদের কর্মীকে অপহরণ করে আমাদের নামেই অভিযোগ চাপাতে চাইছে পুলিশ ও তৃণমূল। ভিত্তিহীন অভিযোগ। আমরা যাতে অভিযোগ করতে না পারি তার জন্য এই কারসাজি।” অন্যদিকে  তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি বলেন, ”ওই ব্যক্তি তৃণমূলে যোগ দিতে চাইছিলেন এমনটা বুঝতে পেরে তা আটকানোর জন্য তাঁকে অপহরণ করেছে বিজেপির লোকেরা। ”

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তবে অপহৃত ব্যক্তির স্ত্রীর আভিযোগ শুনে প্রাথমিক ভাবে ঘটনার পেছনে শাসকদলেরই হাত রয়েছে বলে মনে করছে এলাকার মানুষজন। তাঁদের বক্তব্য এই এলাকায় উত্তমের প্রভাবের জন্য দাঁত ফোটাতে পারছিলনা তৃণমূল। পুলিশ তদন্ত শুরু করেছে। 

RELATED ARTICLES

Most Popular