নিজস্ব সংবাদদাতা: নতুন বনাম পুরোনোর গৃহযুদ্ধে উত্তাল হয়ে উঠল পূর্ব মেদিনীপুর জেলার কাঁথির গেরুয়া শিবির। জেলা সদর তমলুকের পর এবার কাঁথি সাংগঠনিক জেলা বিজেপি-র সভাপতির অপসারণ চেয়ে বিক্ষোভ দেখালেন দলেরই কয়েক হাজার আদিকর্মী।ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার দুপুর নাগাদ বেশ উত্তপ্ত হয়ে ওঠে কাঁথির সাতমাইল বিজেপি-র জেলা অফিস চত্বর।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
বিক্ষোভকারীদের বাধা দিতে এসে তাদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন কাঁথি সাংগঠনিক জেলা বিজেপি-র সভাপতি অনুপ চক্রবর্তীর অনুগামী বিজেপি নেতা-কর্মীরা।তাদের মারে জখম হয় বিক্ষোভকারী বিজেপি কর্মী অনুকূল কুইল্যা।সে পটাশপুর উত্তর বিজেপি মন্ডলের সদস্য।বিজেপি-র কাঁথি সাংগঠনিক জেলার প্রাক্তন নেতা অনাদি দাসের নেতৃত্বে এদিন জেলা সভাপতির অপসারণ চেয়ে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছিলেন প্রায় দুহাজারেরও বেশি আদি বিজেপি কর্মী।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
অনাদি অভিযোগ করে বলেন,কাঁথি জেলা সাংগঠনিক সভাপতি অনুপ চক্রবর্তী তার অনুগামীদের টাকার বিনিময় মন্ডল সভাপতি হিসেবে নিয়োগ করছেন।শুধু তাই নয় বঞ্চিত করা হচ্ছে প্রথম থেকে যে সমস্ত পুরনো কর্মী সমর্থক রয়েছে তাদেরকেও।তাই সভাপতির অপসারণ চাইতেই বিক্ষোভ তাঁদের।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
১১ টা থেকে শুরু হয়ে সাড়ে ১২ টা পর্যন্ত চলে এদিনের এই বিক্ষোভ।সে সময় জেলার দলের কার্যালয়েই ছিলেন বিজেপি সভাপতি অনুপ চক্রবর্তী।তবে বিক্ষোভকারীদের তাঁর কাছে পৌঁছতেই দেয়নি তাঁর অনুগামীরা।অনুপের বক্তব্য, ভুল বোঝাবুঝি থেকে দলের একাংশ এমন করেছেন।তাঁরা কোনওভাবে প্ররোচিত হয়েই এই কান্ড ঘটিয়েছেন।সাংগঠনিক ভাবে এর ব্যবস্থা নেওয়া হবে।”
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কয়েকদিন আগেই এভাবেই তমলুক সাংগঠনিক জেলা বিজেপি-র সভাপতি নবারুণ নায়কের বিরুদ্ধে স্বজনপোষণ ও আর্থিক দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখিয়েছিল দলীয় কর্মীরা।আর এদিন কাঁথির ঘটনায় ফের সামনে এলো বিজেপি-র সাংগঠনিক দুর্দশা।এভাবেই নিজেদের মধ্যে লড়াই-মারামারি করে বাংলায় বিজেপি ধ্বংস হবে বলে ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের আহ্বায়ক বিধায়ক অর্ধেন্দু মাইতি।ছবি- বিজেপি-র কাঁথি সাংগঠনিক জেলা অফিসের সামনে বিক্ষোভ কর্মীদের।