ব্রেথ অ্যানালাইজার |
নিজস্ব সংবাদদাতা: ঢিলে দিলেই গজিয়ে ওঠে বদভ্যাস, নিয়ম না মানার প্রবনতা। আর সেখান থেকেই ফের দুর্ঘটনা , ফের মৃত্যু। নিয়মের বেড়াজালকে তাই ফের ফিরিয়ে আনতে রুটিন তল্লাশিতে নামল পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা পুলিশ ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শুক্রবার দিন ভর ফের গাড়ির চালকদের সতর্ক ও সচেতন করতে পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার বাখরাবাদ এলাকায় বালেশ্বর-রানীগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের ওপর নজরদারি ও তল্লাশি চালাল বেলদা পুলিশ। এদিনের এক্সাসাইজের আওতায় মোটর বাইক , প্রাইভেট গাড়ি , পিকআপ ভ্যান থেকে সমস্ত ছোট-বড় গাড়িকেই আনা হয়েছিল।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
গাড়ির ব্লু-বুক, বীমা, দূষনের ছাড়পত্র সমস্ত কাগজপত্র খতিয়ে দেখার পাশাপাশি চালকের লাইসেন্স সমস্ত খতিয়ে দেখা হয় । আর সব চেয়ে গুরুত্ব পুর্ন ছিল ব্রেথ অ্যানালাইজারের ব্যবহার। গাড়ি চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছে কিনা তা পরীক্ষা করার জন্য ব্যবহার করা হয় ব্রেথ অ্যানালাইজার মেশিন। তল্লাশিতে অংশ নেন বেলদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক গৌতম মাইতি ও সার্কেল ইনস্পেক্টর শান্তনু বসু সহ বেলদা থানার পুলিশ কর্মীরা।
খোলা হচ্ছে বনেটও |
এই বিশেষ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে নিয়ম করে এই অভিযান চালালে যেমন অবাঞ্ছিত দুর্ঘটনা, রক্তপাত , মৃত্যু এড়ানো যাবে তেমনই এলাকায় বহু দুষ্কর্ম, বেপারওয়া যান ছোটানো ইত্যাদি ওপর নিয়ন্ত্রন আনা সম্ভব হবে।