নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুরের বেলদা থানা এলাকার জোড়াগেড়িয়া পুলিশ ফাঁড়ির এক আধিকারিক করোনা পজিটিভ হওয়ায় সিল করে দেওয়া হল পুরো ফাঁড়িটাই। আগামী সাতদিনের জন্য ফাঁড়ি বন্ধ থাকবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। আপাতত ফাঁড়ির আওতায় দুটি ব্লক এলাকার চারটি গ্রাম পঞ্চায়েত এলাকা। পশ্চিম মেদিনীপুরের করোনা সংক্রমন কালে এই প্রথম কোনও ফাঁড়ি পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘটনা ঘটল। ওই থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ ৪০জন পুলিশ কর্মীকেই কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বেলদায় পুলিশ সূত্রে জানা গেছে গত ৯ তারিখই সামান্য কিছু উপসর্গ দেখা দিয়েছিল ওই সাব ইন্সপেক্টরের। ১১ তারিখ খন্ডরুই গ্রামীন স্বাস্থ্যকেন্দ্রে নমুনা সংগ্ৰহ করা হয় তাঁর। সোমবার ১৩তারিখ রাতে মেদিনীপুর মেডিক্যাল কলেজের ভাইরোলজি ল্যাবরোটারির পাঠানো রিপোর্টে পজিটিভ ফল আসে। ওইদিন রাতেই সতর্ক করে দেওয়া হয় বেলদা পুলিশকে। সোমবার রাতেই কোয়ারেন্টাইনে চলে যেতে বলা হয় আধিকারিক সহ পুলিশকর্মীদের। মঙ্গলবার সকালেই সিল করে দেওয়া হয় ফাঁড়ি।
উল্লেখ্য পূর্বমেদিনীপুরের জাহালদা সীমান্ত ছাড়াও নারায়নগড় ব্লকের হেমচন্দ্র গ্রামপঞ্চায়েত ও দাঁতন ২ ব্লকের সাউরি, সাবড়া ও হরিপুর গ্রামপঞ্চায়েত এলাকার প্রায় ৭০ হাজার বাসিন্দার আইন শৃঙ্খলার দায়িত্বে রয়েছে এই ফাঁড়ি। পরিযায়ী শ্রমিকদেরও একটা বড় অংশের চাপ সামলাতে হয়েছে এই ফাঁড়িকে।
যদিও কিভাবে এই আধিকারিক আক্রান্ত হয়েছেন তা এখনও পরিস্কার হয়নি।