Homeআন্তর্জাতিকবাইডেন আর বিহার ! শোকের ছায়া বিজেপিতে, নিষ্প্রভ দলের নয়া দিল্লির সদর...

বাইডেন আর বিহার ! শোকের ছায়া বিজেপিতে, নিষ্প্রভ দলের নয়া দিল্লির সদর দপ্তর

নিজস্ব সংবাদদাতা: বিহারে ক্ষমতায় ফিরে আসার সম্ভবনা নেই আর মার্কিন যুক্তরাষ্ট্রে জো বাইডেন হারিয়ে দিয়েছেন মোদির প্রিয় ডোনাল্ড ট্র্যাম্পকে। আর তাই নিয়ে কার্যত শোকের ছায়া বিজেপিতে। ট্র্যাম্প যেবার প্রথম ভোটে দাঁড়ান সেবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবাসী ভারতীয়দের সভায় গিয়ে মোদী তাঁর দলের ঢঙেই বলেছিলেন, আগলি বার ট্র্যাম্প সরকার। এবারেও ট্র্যাম্প যাতে জেতেন তাই ভারতে যজ্ঞের আয়োজন করা হয়েছিল যদিও কোনও ভাবেই জেতানো সম্ভব হয়নি ট্র্যাম্পকে। জো বাইডেনের কাছে ভয়ানক পরাজয় হয়েছে মোদি বন্ধু ট্র্যাম্পের। শুধু তাই নয়, আমেরিকার সংবাদমাধ্যম গুলি ট্র্যাম্পকে চূড়ান্ত মিথ্যাবাদী বলে তাঁর সরাসরি সম্প্রচার অবধি বন্ধ করে দিয়েছে। আর এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে তাহলে বাইডেনের আমলে ভারত-মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক কী হবে?

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ২৭০ ইলেক্টরালের লক্ষ্যমাত্রা পার হয়ে ২৮৪টি ইলেক্টরাল কলেজ ভোট পেয়ে জয়ী হয়েছেন ডেমোক্র্যেট পার্টির প্রার্থী জো বাইডেন। নির্বাচনী ফল নির্ধারণকারী পেনসেলভেনিয়া জয়ের পর প্রেসিডেন্টের আসন নিশ্চিত করেন বাইডেন। এর ফলে ১৯৯০ সালের পর ট্রাম্পই প্রথম প্রেসিডেন্ট যিনি ২য় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেননি। বর্তমান ফল অনুয়ায়ী ট্রাম্প ২১৪টি ইলেক্টরাল কলেজ ভোট পেয়েছেন।

জয় আসবেই ধরে নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত দাঁতে দাঁত চেপে পড়েছিলেন তিনি। একের পর এক রাজ্যে ধাক্কা খেলেও, ভোট পুনঃগণনার দাবীতে অনড় ছিলেন। কিন্তু পেনসিলভেনিয়ার দৌলতে শেষ মুহূর্তে তাঁর মুখের গ্রাস ছিনিয়ে নিলেন জো বাইডেন।

২৫৩ ইলেক্টরাল ভোট নিয়ে এদিন শুরু থেকেই এগিয়ে ছিলেন জো বাইডেন। ট্রাম্পের পক্ষে ভোট ছিল ২১৪। জর্জিয়ায় ভোট পুনঃগণনার সিদ্ধান্ত নেওয়ার পর আশায় বুক বাঁধতে শুরু করে ট্রাম্প শিবির। ডেমোক্র্যাটদের দুর্গ হিসেবে পরিচিত পেনসিলভেনিয়ার দিকেই তাকিয়ে ছিলেন বাইডেন ও তাঁর সমর্থকরা। তাঁরা জানতেন, সেখানে ২০টি ইলেক্টরাল ভোট জিতে নিতে ট্রাম্পের আর কিছু করার থাকবে না। শেষমেষ হলও তাই পেনসিলভেনিয়াই বাইডেনকে জয় এনে দিল। ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের জায়গায় বাইডেনকেই বেছে নিলেন আমেরিকার আমজনতা।

অন্যদিকে ট্র্যাম্প ফিরবে বলেই আশায় কোমর বেঁধেছিল বিজেপি কারন মোদি সরকারের যাবতীয় পররাষ্ট্রনীতি আদতে ট্র্যাম্প অনুসৃত পররাষ্ট্রনীতির ওপর নির্ভর ছিল বলেই জানিয়েছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশেষজ্ঞরা। ট্র্যাম্পের ট্রেড ওয়ার ধাঁচেই মোদিও প্রতিবেশী দেশগুলির সঙ্গে বানিজ্য নীতি অনুসরন করে আসছিলেন। কিন্তু বাইডেন ট্রেড ওয়ারের বিরোধী। তা হলে ভারত কোন পথে যাবে তাই নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। এরই পাশাপাশি বিহারের এক্সিট পোল আরও দুশ্চিন্তার কারন হয়ে দাঁড়িয়েছে। সমস্ত মিডিয়ারই এক্সিট পোল বলছে পিছিয়ে রয়েছেন নীতিশ কুমার। পরাজয় প্রায় ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে। বিহার হাতছাড়া হতে চলেছে এন.ডি.এ-র। সব মিলিয়ে বড় ম্লান আর নিষ্প্রভ লেগেছে বিজেপির নয়া দিল্লির সদর দপ্তরকে। অন্যদিকে বাইডেন সম্পর্কে আপাতত সতর্ক পা ফেলার সিদ্ধান্ত মোদি সরকারের।

RELATED ARTICLES

Most Popular