হামলার পর একটি সভায় বক্তব্য রাখছেন কানহাইয়া |
সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনের পথে বড়সড় হামলার মুখে গিয়ে কানহাইয়া কুমার। বিহারের সরণ জেলায় কানহাইয়ার কনভয় লক্ষ্য করে পাথর ছোঁড়ে দুষ্কৃতীরা। হামলায় কানহাইয়ার কোনও ক্ষতি না হলেও, তাঁর কনভয়ের বেশ কয়েকটি গাড়ির কাঁচ ভেঙেছে। আহত হয়েছেন কানহাইয়ার সঙ্গে থাকা বেশ কিছু সমর্থক।বিহার পুলিশের কোপা এলাকার বিশেষ পুলিশ আধিকারিক শিবনাথ রাম জানিয়েছেন, শনিবার অপরাহ্নে সরণ জেলার চাপড়া-সিওয়ান মেন রোড দিয়ে যাওয়ার সময় কানহাইয়ার কনভয়ে হামলা চালানো হয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
২০-২৫ জন দুষ্কৃতি জেএনইউর প্রাক্তন সভাপতি ও ছাত্রনেতার নেতার গাড়ি লক্ষ্য করে পাথর ছোঁড়া শুরু করে। অল্পের জন্য রক্ষা পান কানহাইয়া। তাঁর কয়েকজন সমর্থক আহত হন। বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে পুলিশ গিয়ে কানহাইয়াকে উদ্ধার করে। পুলিশ অন্য পথে ঘুরিয়ে তাঁকে গন্তব্যস্থলে পৌঁছে দেয়।যথারীতি পুলিশ হামলাকারীদের গ্রেপ্তার করা তো দুরের কথা এমনকী, পুলিশ তাঁদের শনাক্ত করতে পারেনি। পুলিশের বক্তব্য, তারা পৌঁছানোর আগেই পালিয়ে যায় দুস্কৃতিরা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ঘুরপথে সভাস্থলে পৌঁছেই মোদি-শাহকে তোপ দাগেন কানহাইয়া। তিনি বলেন , “আগুনে ঘি ঢালার কাজ করছে নাগরিকত্ব সংশোধনী আইন। দেশকে ধর্মের ভিত্তিতে ভাগ করার চেষ্টা করছেন নরেন্দ্র মোদি ও অমিত শাহ। গুজরাটে তাঁরা যে বিভাজনের রাজনীতি করেছিলেন, এবার গোটা দেশে তাই করতে চলেছেন।”
উল্লেখ্য , গত ৩০ জানুয়ারি থেকে চম্পারণ থেকে বিহারজুড়ে ‘জন গণ মন যাত্রা’ শুরু করেছেন কানহাইয়া। উদ্দেশ্য, সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী জনমত তৈরি করা। এই যাত্রায় ইতিমধ্যেই বার দু’য়েক বিরোধিতার মুখে পড়তে হয়েছে সিপিআই নেতাকে। বিজেপি যুব মোর্চার সদস্যরা তাঁর বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সিপিআইয়ের অভিযোগ, শনিবারও বিজেপি যুব মোর্চার কর্মীরাই কানহাইয়ার উপর হামলা চালিয়েছে।ইতিমধ্যেই একবার পুলিশের হাতে আটক হতে হয়েছে কানহাইয়াকে। ‘জন-গন-মন’ যাত্রার প্রথম দিনই বিহারের বেতিয়া জেলায় আটক করা হয় কানহাইয়াকে। পরে অবশ্য দেশ জুড়ে ধিক্কার ও তাঁর সমর্থকদের বিক্ষোভের মুখে তাঁকে ছাড়তে বাধ্য হয় পুলিশ।