Homeএখন খবরতৃতীয় রাউন্ড শেষে ৩৭১৮ পিছিয়ে বিজেপির রাজীব বন্দ্যোপাধ্যায়!

তৃতীয় রাউন্ড শেষে ৩৭১৮ পিছিয়ে বিজেপির রাজীব বন্দ্যোপাধ্যায়!

বিশ্বজিৎ দাস: ভোটগণনা ২৯২ টি আসনে শুরু হয়েছে।বাকি ২টি আসনের প্রার্থীর মৃত্যুর কারনে সেখানে ভোট হয়নি। কোভিডবিধি মেনে, প্রত্যেক গণনাকর্মী, রাজনৈতিক দলের এজেন্টদের স্বাস্থ্যপরীক্ষা করে তবেই কেন্দ্রে প্রবেশের অনুমোদন দেওয়া হয়েছে। কড়া নিরাপত্তায় জেলার প্রশাসনিক ভবনগুলিতে শুরু হয়েছে ভোটের গণনা। মোতায়েন ২৪২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

ডোমজুড়ে তৃতীয় রাউন্ড শেষে পিছিয়ে বিজেপির রাজীব বন্দ্যোপাধ্যায়। ৩৭১৮ ভোটে পিছিয়ে পড়েছেন বিজেপির রাজীব। এগিয়ে তৃণমূল প্রার্থী কল্যান ঘোষ।

প্রসঙ্গত,এদিন রবিবাসরীয় সকাল ৮টা থেকে কড়া নিরাপত্তায় শুরু হয়েছে একুশের বঙ্গ ভোটের গণনার কাজ৷ প্রতিটি গণনা কেন্দ্রেই ত্রিস্তরীয় নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে৷ একই সঙ্গে রাখা হয়েছে কোভিড বিধি মেনে চলার জন্য কড়া নজরদারির ব্যবস্থা৷ শুধু বাংলার শাসনভার কার দখলে থাকবে তাই নয়, এদিন সকলের চোখ কিন্তু নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের দিকে৷

মুখ্যমন্ত্রীর একসময়ের ডানহাত শুভেন্দু অধিকারীর লড়াইয়ের দৌলতে হাই প্রোফাইল কেন্দ্রের তকমা পেয়ে গিয়েছে নন্দীগ্রাম৷ স্বভাবতই, গুরু নাকি শিষ্য কার মুখের হাসি চওড়া করবেন নন্দীগ্রামের মানুষ সেদিকেই তাকিয়ে বাংলার আমজনতা৷ শুধু নন্দীগ্রাম নয়, এবারের ভোটের নজরে থাকছে বাংলার আরও একাধিক কেন্দ্র৷ বহু অভিজ্ঞ রাজনীতিক, মন্ত্রীর পাশাপাশি সেই তালিকায় রয়েছেন এক ঝাঁক টলি বলির তারকাও৷ রয়েছে পিতা-পুত্রেরও কাহিনীও৷

RELATED ARTICLES

Most Popular