Homeএখন খবরনভেম্বরের শুরুতেই রাজ্যে শীতের আমেজ,বৃহস্পতিবার মরশুমের প্রথম তুষারপাত সিকিমের ইয়ামথাংয়ে

নভেম্বরের শুরুতেই রাজ্যে শীতের আমেজ,বৃহস্পতিবার মরশুমের প্রথম তুষারপাত সিকিমের ইয়ামথাংয়ে

ওয়েব ডেস্ক : নভেম্বরের শুরুতেই রাজ্য জুড়ে নামল পারদ। বুধবার রাত থেকেই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলাগুলিতে কনকনে শীতের আমেজ। তবে শুধুমাত্র রাতে নয়, রাতের পাশাপাশি বৃহস্পতিবার ভোরেও অনেকটাই নিম্নমুখী তাপমাত্রা। তবে ভোরের দিকে শীতের আমেজ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা ক্রমশ বাড়ছে৷ হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৫-৬দিন তাপমাত্রা শুষ্ক থাকবে। এদিকে শীতের পড়ার সাথে সাথেই কলকাতায় বাড়তে শুরু করেছে দূষণ, এমনটাই জানা গিয়েছে। এদিকে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে যখন শীতের আমেজ শুরু হয়েছে, ঠিক সেদিনই বৃহস্পতিবার সকালে সিকিমের ইয়ামথাংয়ে হল মরশুমের প্রথম তুষারপাত।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্যের তাপমাত্রা প্রায় ২° নীচে নামল। ফলে এদিন রাজ্যের গড় তাপমাত্রা ২০ ডিগ্রির কাছাকাছি চলে এসেছে। এবিষয়ে আবহাওয়াবিদদের অনুমান, চলতি সপ্তাহে তাপমাত্রা আরও কমতে পারে৷ জানা গিয়েছে, সপ্তাহের শেষে রাজ্যের তাপমাত্রা ২০° নীচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে৷ তবে জেলার দিকে বেলা বাড়লে শীতের আমেজ থাকলেও কলকাতায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শীতভাব না থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এর জেরে আপাতত বাতাসে অনেকটাই জলীয় বাষ্প রয়েছে।

তবে কলকাতার বেলার সামান্য গরম অনুভব হলেও আগামী বেশ কিছুদিন জেলার দিকে শীতের আমজে থাকবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪–৫ দিনে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে এই আবহাওয়ার কোনও পরিবর্তন হবে না। তবে শুধু যে শীতের আমেজ থাকবে তা কিন্তু নয়, পাশাপাশি ২০° – ২১° আশপাশে থাকবে তাপমাত্রা। পরে কিছুদিনের মধ্যেই ধীরে ধীরে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

RELATED ARTICLES

Most Popular