নিজস্ব সংবাদদাতা: কেরালায় দুবাই থেকে আগত ইন্ডিয়া এক্সপ্রেস বিমান দুর্ঘনায় ২ জন পাইলট সহ অন্তত ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সন্ধ্যা ৭.৪৫ নাগাদ কেরালার কারিপুর বিমানবন্দরের রানওয়ে ছুঁয়েই দু টুকরো হয়ে আগুন লেগে যাওয়া বিমানটিতে আরও কিছু দেহাংশ রয়েছে কিনা খোঁজ চালাচ্ছে পুলিশ। ১৯১ জনকে নিয়ে দুবাই ফেরত ওই বিমান দুর্ঘটনায় আহত হয়েছেন ১২৩ জন যার মধ্যে গুরুতর আহত হয়েছেন অন্তত ১৫ জন যাত্রী, ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছেন মালাপ্পুরমের পুলিশ সুপার।
জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় এয়ার এক্সপ্রেস বিমানটি দুবাই থেকে কেরলের কোজিকোড আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করছিল। সে সময় বিমানে মোট ১৯১ জন যাত্রী ছিল। প্রচন্ড বৃষ্টিতে রানওয়ে ভিজে যাওয়ায় বিমানটি অবতরণ করার সময়ই ঘটে দুর্ঘটনা। প্রচণ্ড গতির জন্য নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ে ছাড়িয়ে অনেকটা এগিয়ে গিয়ে মাটিতে আছড়ে পড়ে বিমানটি। সঙ্গে সঙ্গে দু’টুকরো হয়ে যায় সেটি। দুর্ঘটনায় বিমানে থাকা যাত্রীদের মধ্যে বেশিরভাগই গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
ঘটনায় প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার জায়গাতে ধোঁয়াশা ছিল এবং বিমান দুটি অংশে বিভক্ত বলে মনে হয়। ডিজিসিএ সূত্র জানায়, “বিমানটি রানওয়েটিকে ওভারশট করে, উপত্যকায় পড়ে দুটি টুকরো টুকরো হয়ে যায়।”