Homeএখন খবরফের রেকর্ড করে ৬০০ ছুঁল দৈনিক সংক্রমন, খড়গপুর-মেদিনীপুর ১২০, ডেবরা-বেলদা-গড়বেতায় মারাত্মক সংক্রমন!...

ফের রেকর্ড করে ৬০০ ছুঁল দৈনিক সংক্রমন, খড়গপুর-মেদিনীপুর ১২০, ডেবরা-বেলদা-গড়বেতায় মারাত্মক সংক্রমন! ঘাটাল মহকুমায় বাড় বাড়ন্ত

In Kharagpur city, 56 people have been affected from the railway family. The rest of the victims are from different parts of the city, including the IIT Kharagpur campus. However, only 2 people were found infected from the IIT campus on that day. Even today, Inda area of ​​the city is ahead in the list of victims. About 13 people have been infected from this place. 11 people affected in Malancha area including Chandipur, 10 people affected in Kharida including Bidhanpalli, Rajgram, Bangalipara. As the victims of railway accommodation in this area have also been caught. From Bhabanipur, Talbagicha, Mathurakati, Development, South Side, Old Settlement area 4 people have been found infected. 3 to 1 people have been affected in Jhapetapur, Debalpur, Kaushalya, Dewanmaro, Sub-Divisional Hospital, Sanjowal, Barbetia, Bulbulchati, CR Nagar, BR Nagar, Rabindrapalli, Golbazare, Hijli, Joyhindnagar, Purigate, Sukantagal etc. There are plenty of rail accommodation from where the affected have been found. The exact address of residence of 10 people was not mentioned. Only Kharagpur city has been written. Changual, Ghagra, Geriyashuli, Murakata, Ghagra, Salua, Samraipur, Tentulmuri, Hiradihi, Jakpur in rural Kharagpur. Has been found to be newly infected.

নিজস্ব সংবাদদাতা: ১০ দিনের মাথায় ৫ই মে করোনাকালের যাবতীয় রেকর্ড ভেঙে দৈনিক সংক্রমন ১২জন কম ৬০০ ছুঁয়ে গেল করোনা। খড়গপুর আর মেদিনীপুর দুই শহরেই প্রায় ১৩০ জন করে নতুন ভাবে সংক্রমনের আওতায় এসেছেন। ডেবরায় আক্রান্ত প্রায় ৩০জন। বেলদায় প্রায় ৩৫ জন আক্রান্তের খোঁজ মিলেছে। আর গড়বেতা প্রায় ৪০ছুঁয়ে। ঘাটাল মহকুমতেও ফের সংক্রমন বেড়েছে। মহকুমার ৩ থানা মিলিয়ে সংক্রমিত হয়েছেন ১০০জনেরও বেশি। জেলা স্বাস্থ্য দপ্তরের নথি মোতাবেক এদিন মোট ৫৮৮ জন আক্রান্তের মধ্যে ৩৪৯ জন আরটি/পিসিআর, ২০৪জন আ্যন্টিজেন এবং ৩৫ জন ট্রুনাট পরীক্ষায় পজিটিভ চিহ্নিত হয়েছেন।

খড়গপুর শহরে রেল পরিবার থেকেই আক্রান্ত হয়েছেন ৫৮জন। বাদবাকি আক্রান্তরা আইআইটি খড়গপুর ক্যাম্পাস সহ শহরের বিভিন্ন অংশের। তবে এদিন আইআইটি ক্যাম্পাস থেকে মাত্র ২জনের সংক্রমন পাওয়া গেছে। এদিনও আক্রান্তের তালিকায় শহরের ইন্দা এলাকাই এগিয়ে। প্রায় ১৩জন আক্রান্ত হয়েছেন এই জায়গা থেকে। চণ্ডীপুর সহ মালঞ্চ এলাকায় আক্রান্ত ১১ জন, বিধানপল্লী, রাজগ্রাম, বাঙালিপাড়া সহ খরিদায় আক্রান্ত ১০জন। এই এলাকার মধ্যে রেলআবাসনে আক্রান্তদেরও ধরা হয়েছে হিসাবে। থেকে ভবানীপুর, তালবাগিচা, মথুরাকাটি, ডেভলপমেন্ট, সাউথ সাইড, ওল্ড সেটেলমেন্ট এলাকায় ৪ জন করে আক্রান্তের খোঁজ মিলেছে।

৩ থেকে ১জন করে আক্রান্ত হয়েছেন ঝাপেটাপুর, দেবলপুর, কৌশল্যা, দেওয়ানমাড়ো, মহকুমা হাসপাতাল, সাঁজোয়াল, বারবেটিয়া, বুলবুলচটি, সিআর নগর, বিআর নগর, রবীন্দ্রপল্লী, গোলবাজারে, হিজলী, জয়হিন্দনগর, পুরিগেট, সুকান্তপল্লী, ভগবানপুর ইত্যাদি এলাকায়। প্রচুর রেল আবাসন রয়েছে যেখান থেকে আক্রান্ত পাওয়া গেছে। ১০জনের বসবাসের সুনির্দিষ্ট ঠিকানা উল্লেখ করা হয়নি। শুধু খড়গপুর শহর লেখা হয়েছে।গ্রামীন খড়গপুরের চাঙ্গুয়াল, ঘাগরা, গেড়িয়াশুলি,মুড়াকাটা, ঘাগরা, সালুয়া, সামরাইপুর, তেঁতুলমুড়ি, হিরাডিহি, জকপুর থেকে নতুন করে আক্রান্ত হওয়ার খোঁজ পাওয়া গেছে।

মেদিনীপুর শহরের ৫২ “জনের সুনির্দিষ্ট ঠিকানা নেই। ৭জন আক্রান্তের খবর এসেছে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। সর্বোচ্চ আক্রান্ত হবিবপুর এলাকায়, ৭জন। একাধিক আক্রান্ত হওয়ার খবর এসেছে পুলিশ লাইন, বিধাননগর, তাঁতিগেড়িয়া, কোতবাজার, আবাস, ধর্মা, তোলাপাড়া, অরবিন্দনগর, নতুনবাজার, কেরানীচটি, বৈশাখীপল্লী, রামকৃষ্ণপল্লী, এলআইসি মোড়, দ্বারিবাঁধ এলাকা থেকে। ৫ থেকে ২জন করে আক্রান্ত হয়েছেন ওইসব এলাকায়। ১জন করে আক্রান্তের খোঁজ মিলেছে তলকুই, পালবাড়ি, সুভাষনগর, মির্জাবাজার, মিঞাবাজার, নজরগঞ্জ, পাটনাবাজার, প্রমোদনগর, গোলাপিচক, ঈশ্বরপুর, কুইকোটা, হাতারমাঠ, খাপরেলবাজার, মিরবাজার, ডিএম অফিস, ইউনিভার্সিটি রোড, রবীন্দ্রনগর, বাসস্ট্যান্ড এলাকা থেকে। কিন্তু মনে রাখতে হবে ৫২ জনের কোনও বসবাসের অবস্থান পরিস্কার নয়। তাই শহরের কোনও এলাকা নিরাপদ বা কম সংক্রমিত এমনটা বলা যাচ্ছেনা।

মেদিনীপুর শহরের বাইরে গ্রামীন এলাকায় সংক্রমন মিলেছে ভূঁইয়াটা, বিরভদ্রপুর, ভালকি, ঝরিয়া, গুড়গুড়িপাল, মুড়াকাটা, বাড়িরহাট প্রভৃতি জায়গায়।
গড়বেতায় গড়বেতা সদরেই সংক্রমিত ৯ জন। সানমুড়ায় ৭ ও দুর্লভগঞ্জে ৫জন আক্রান্ত। গনকবাঁধিতে ৪জনের সংক্রমন পাওয়া গেছে। এক বা একাধিক আক্রান্ত সাতবাঁকুড়া, কিয়াবনী, বড়মুড়া, বাঁধগড়া, জুনশোল,আমকোপা, বাজাখুলিয়া, চড়কডাঙ্গা,লাপুরিয়া, বেউদি, ময়রাকাটায়। শালবনী সদরে আক্রান্ত ৯ জন। শালবনী কমলায় আক্রান্ত ৭ জন। এক বা একাধিক আক্রান্ত তিলাবনি, সাপকাটা, ডাঙরপাড়া, বালিজুরি, দেবগ্রাম, গোদাপিয়াশাল, শালবনী গ্রাম পঞ্চায়েতের এক কর্মী ধরে মোট আক্রান্তের সংখ্যা প্রায় ২৬ জন। গোয়ালতোড় সদরে ৩ আক্রান্ত ছাড়া বাকিরা নিশ্চিন্তিপুর, পাটাশোল, রাউতারা, পিংবনী, যাত্রাবিষ্ণুপুর, সুবলবাঁধির। আক্রান্ত ১২জন। কেশপুরের আনন্দপুরে ২জন, যদুবাঁধ, বুড়াপাটে ১জন করে আক্রান্ত মিলেছে।

পূর্বেই উল্লেখ করা হয়েছে যে এদিন সংক্রমনের বিস্ফোরণ হয়েছে ডেবরা ও বেলদায় লোয়াদা, অযোধ্যাপুর, কইগেড়িয়া, মঠবিষ্ণুপুর, বারাসতি, বিজয়রাম চকনরসিংহ, মানসিংহপুর, পশ্চিম বেগুনি, বরাগড়, ধামতোড়, চকলালপুর, বালিচক, ডিঙল, রাধামোহনপুর, আলিশাগড়, খানামোহন, চককুমার, ডেবরা, হাইপাট, ভোগপুর এলাকায়। ১ থেকে ৩জন অবধি আক্রান্ত হয়েছেন একেক জায়গায়।
বেলদার লোহানারায়নচক নালিঝরা, শুশিন্দা, কসবা অসন্দা, দেউলি, ময়নাপাড়া, বড়মাতকাতপুর, রামা তুতরাঙা, রাধানগর হেমচন্দ্র, কুশদা, ঠাকুরচক, খাকুড়দা, বেলদা সদর, অমরদা, কৃষ্ণপুর হরিপুর, বাখরাবাদ, মনোহরপুর, মহম্মদপুরের সর্বোচ্চ ৪ জন থেকে ১জন অবধি আক্রান্ত। নারায়ণগড়ের নারায়নগড়, বড়কলঙ্কাইতে আক্রান্ত মিলেছে। মোহনপুর থানার বৈতা বাজার, পলাসিয়া, শ্রীরামপুর, মোহনপুর, তুরকা, নিলদায় আক্রান্তের খোঁজ পাওয়া গেছে।

ঘাটাল মহকুমার চন্দ্রকোনায় আক্রান্ত সর্বাধিক। প্রায় ৪৫ জন। মানিককুন্ডু বাঁকা এবং দালিম্ববাড়িতে ৪জন করে আক্রান্ত। জয়ন্তীপুর, কোটা রানীগঞ্জ, গোপালপুরে আক্রান্ত ৩ জন করে। এক থেকে দুজন করে আক্রান্ত হয়েছেন মিত্রসেনপুর, আঁধারিয়া, মুন্ডুমালা, দক্ষিণবাজার, গোপীনাথপুর, শ্রীনগর, মাধবপুর, লক্ষ্মীপুর, জামরিয়া, মংরুল, সেরিয়া, ক্ষীরপাই, চন্দ্রকোনা, কেঁচকাপুর, রানীগঞ্জ, নরহরিপুর, ধামকুড়া, রামজীবনপুর, দৌলতপুর ইত্যাদি জায়গায়।

ঘাটালের কোন্নগর, কুশপাতা, হরিসিংপুর,খড়ার, বলরামপুরে ৪থেকে ৩জন করে আক্রান্ত পাওয়া গেছে। ২কিংবা ১জন করে আক্রান্ত পাওয়া গেছে জোতকানুরামগড়, মোহনপুর, কলাগেছিয়া, খড়ার, পুরশুড়ি, বরদা, রথিপুর, কুরান, কুসমান, আড়গোড়া, রামচন্দ্রপুর, আলমগঞ্জ, বাসুদেবপুর, ভান্ডার, গম্ভীরনগর, চকচাইপাট, ঢেকিঘাট, রানীবাজার এলাকায়।
দাসপুরে সংক্রমন মিলেছে বৈকুণ্ঠপুর, চকরাইপাট, জালালপুর, সুলতাননগর, লক্ষ্মীপুর, মামুদপুর, নৈহাটি, দরিঅযোধ্যা, কাশীনাথপুর, কইজুড়ি, চাইপাট, বিষ্ণুপুর, শ্যামসুন্দরপুর, দাসপুর, তাতারখা থেকে।

RELATED ARTICLES

Most Popular