Homeএখন খবরমালদায় উদ্ধার আগ্নেয়াস্ত্র,ভোটের মুখে এই ঘটনা নিয়ে শুরু শাসক-বিরোধী তরজা,সীমান্তে শুরু নাকা...

মালদায় উদ্ধার আগ্নেয়াস্ত্র,ভোটের মুখে এই ঘটনা নিয়ে শুরু শাসক-বিরোধী তরজা,সীমান্তে শুরু নাকা চেকিং

নিউজ ডেস্ক: নির্বাচনের মুখে এবার অস্ত্র উদ্ধার হল মালদহের হরিশ্চন্দ্রপুরে। শুক্রবার রাতে বিহার সীমানান্তবর্তী গোবরাহাট এলাকা থেকে ওই অস্ত্র উদ্ধার হয়। বিহার থেকে এপারে অস্ত্র নিয়ে আসার অভিযোগে পুলিশ দুজনকে গ্রেফতার করেছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে উন্নত মানের দুটি রইফেল, দুটি পিস্তল ও পাঁচ রাউন্ড গুলি। বিহার থেকে এপারে বিক্রি করতে নাকি মজুত করতে তা নিয়ে আসা হচ্ছিল পুলিশ তা খতিয়ে দেখছে। পুলিশ জানায়, ধৃতদের নাম সাদ্দাম হোসেন ও মাজিরুল হক। দুজনেই মানিকচক ব্লকের ধরমপুর জিসারুলটোলার বাসিন্দা।
শনিবার ধৃত দুজনকেই চাঁচল মহকুমা আদালতে তোলা হয়। তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

হরিশ্চন্দ্রপুর পুলিশ সূত্রে খবর, হরিশ্চন্দ্রপুরে বিহার সীমানান্তবর্তী এলাকায় পুলিশ নিয়মিত নাকা তল্লাশি চালাচ্ছে। ধৃতরা কোথা থেকে কেন অস্ত্র নিয়ে আসছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

আর ভোটের মুখে ওই অস্ত্র উদ্ধারকে ঘিরে শাসক ও বিরোধীদের মধ্যে শুরু হয়েছে চাপানউতোর। নির্বাচনের মুখে অস্ত্র মজুত করতেই নিয়ে আসা হচ্ছে বলে একে অন্যের বিরুদ্ধে অভিযোগ তুলেছে।

কয়েকদিন আগেই কালিয়াচকে অস্ত্র কারখানার হদিশ মিলেছিল। সেখানে বিহারের মুঙ্গের থেকে দুষ্কৃতীদের এনে অস্ত্র তৈরি করা হচ্ছিল বলে পুলিশ জানতে পেরেছে। এবার হরিশ্চন্দ্রপুরে একই সঙ্গে চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ায় উদ্বিগ্ন পুলিশও। গোবরাহাট এলাকায় ফুলহার নদীর ওপারেই বিহার। রাতে গোপনে সেই পথেই অস্ত্রগুলি মালদহে নিয়ে আসা হচ্ছিল। কিন্তু গোপনে খবর পেয়ে হানা দিয়ে অস্ত্র সমেত দুষ্কৃতীদের পুলিশ গ্রেফতার করে। হরিশ্চন্দ্রপুরে এর আগে একসঙ্গে চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেনি। ফলে এই ঘটনাকে বড়সড় সাফল্য বলেই মনে করছে পুলিশ। তবে ঘটনাকে ঘিরে একে অন্যকে বিঁধতে ছাড়ছেন না শাসকদল ও বিরোধীরা।

বিজেপির জেলা সম্পাদক কিষান কেডিয়া বলেন, সন্ত্রাসের মাধ্যমে তৃণমূল পঞ্চায়েত ভোটে জিতেছিল। এবার একই কায়দায় বিধানসভা ভোট করবে ভেবে অস্ত্র মজুত করছে। প্রশাসনের ভূমিকায় তারা খুশি। যদিও জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বুলবুল খান জানান, প্রতিবেশি রাজ্য বিহারে বিজেপিরই সরকার রয়েছে। ফলে বিজেপিই সেখান থেকে এই জেলায় অস্ত্র নিয়ে আসছে। প্রশাসনও সেটা জানে।

RELATED ARTICLES

Most Popular