আগন্তুক বিশ্বাস : হার মানলো তিনদিনের টানা দুর্যোগ। বিরূপ প্রকৃতিকে হেলায় হারিয়ে অগ্নিযুগের বিপ্লবীদের স্মরণ করলেন মিডনাপুর ডট ইনের সদস্যরা। শহীদ রামকৃষ্ণ রায় ও শহীদ ব্রজকিশোর চক্রবর্তীর আত্মবলিদান দিবসে শ্রদ্ধা জানাল মিডনাপুর ডট ইন। দুর্যোগকে তুচ্ছ সুসজ্জিত ট্যাবলো সাজিয়ে দুই শহীদের বিশাল আকারের ছবি লাগিয়ে সমস্ত শহর পরিক্রমা করা হয়। দেশাত্মবোধক গানের মাঝে মাঝে ঘোষণা করা হয় দুই শহীদের বীরগাথা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
শহর পরিক্রমা শেষে শোভাযাত্রা পৌঁছয় ভিমতলার চকে অবস্থিত শহীদ রামকৃষ্ণ রায়ের মূর্তির পাদদেশে। মিডনাপুর ডট ইন -এর সদস্যরা মূর্তিটি পরিষ্কার করে ফুল দিয়ে সাজিয়ে ধুপ জ্বালিয়ে দেন। পাঠ করা হয় মা ভবতারিণী দেবীকে লেখা রামকৃষ্ণ রায়ের চিঠির অংশ বিশেষ। এরপরে তাঁর জয়োধ্বনি করতে করতে মাল্যদান করেন সদস্যরা। উপস্থিত এলাকাবাসীরা এমন অভিনব সম্মান জ্ঞাপনে অভিভুত হয়ে সদস্যদের অভিনন্দন জানান। অশীতিপর প্রবীণ নাগরিক বিমল মুখার্জী বলেন, “১৯৪৭ এর পর থেকে আমার জ্ঞানত এইভাবে শহীদদের শ্রদ্ধা জানাতে কখনো কাউকে দেখিনি”।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এরপরে শোভাযাত্রা এগিয়ে চলে বল্লভপুরে ব্রজকিশোর চক্রবর্তীর মূর্তির দিকে। সেখানে পৌঁছে মূর্তি পরিষ্কার করে ফুল দিয়ে সাজিয়ে মাল্যদান করা হয় জয়োধ্বনি দিতে দিতে। পাঠ করা হয় মাকে লেখা শহীদ ব্রজকিশোর চক্রবর্তীর চিঠির অংশ বিশেষ। উপস্থিত বল্লভপুরবাসি কৌশিক পাল বলেন, “আশা করব মিডনাপুর ডট ইন প্রত্যেক বছর একই ভাবে পালন করবে এই দিনটি”।
এই শহীদ স্মরণ অনুষ্ঠানের মূল উদ্যোক্তা অরিন্দম ভৌমিক জানান, “সন্ধে বেলায় আমরা আবার আসবো। ধুপ,ধুনো ও প্রদীপ জ্বেলে, শঙ্খধ্বনির মাধ্যমে বন্দনা করব শহীদদের। এছাড়াও আগামীকাল শহীদ নির্মলজীবন ঘোষের আত্মবলিদান উপলক্ষে পদযাত্রা শুরু হবে সকাল ৮.৩০ এ বিধাননগর থেকে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি। ছেলেরা সাদা ধুতি-পাঞ্জাবি ও মেয়েরা সাদা শাড়ি, চুড়িদার পরবেন। হাতে থাকবে তিরঙ্গা। পদযাত্রা ও মাল্যদানের শেষে শহীদদের নামে বৃক্ষ রোপন করা হবে।
উল্লেখযোগ্য যে রামকৃষ্ণ রায়ের মূর্তিতে কোন ফলক ছিলোনা। মিডনাপুর ডট ইন -এর পক্ষ থেকে সেখানে সাময়িক ফলক লাগান হয়।