ওয়েব ডেস্ক : রাজ্যে প্রতিদিন লাফিয়ে বাড়ছে সংক্রমণ। শুধু সাধারণ মানুষ নয়, একই সাথে মারণ ভাইরাসে সংক্রমিত হচ্ছেন রাজ্যের নেতা মন্ত্রীরা। রবিবার ফের করোনায় সংক্রমিত হলেন মন্ত্রী সৌমেন মহাপাত্র। রবিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজের আক্রান্ত হওয়ার জানান মন্ত্রী। আপাতত তিনি হোম আইসোলেশনে রয়েছেন।
জানা গিয়েছে, গত শনিবার সন্দেহের বশেই পাঁশকুড়া পিতপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে মন্ত্রী ও তাঁর ছেলে করোনা পরীক্ষা করান। রবিবার সেই পরীক্ষার রিপোর্ট মিলতেই জানা যায় মন্ত্রী করোনা পজিটিভ। তবে তাঁর ছেলের পরীক্ষার নমুনা নেগেটিভ এসেছে৷ আপাতত মন্ত্রীর শরীরে কোনোরকম করোনা উপসর্গ নেই বলেই জানা গিয়েছে। বর্তমানে মন্ত্রী তাঁর পাঁশকুড়ার বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন। তাঁর আক্রান্ত হওয়ার খবর ছড়াতেই স্বাভাবিকভাবেই এলাকায় সংক্রমণের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
তবে এই প্রথম নয়, এর আগেও রাজ্যের একাধিক নেতা-মন্ত্রী মারণ ভাইরাসে সংক্রমিত হয়েছেন। এর রাজ্যে মন্ত্রীদের মধ্যে প্রথম করোনায় আক্রান্ত হয়েছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু৷ এরপর একে একে শাসকদলের একাধিক নেতা-মন্ত্রী মারণ ভাইরাসে সংক্রমিত হয়েছেন। তাদের মধ্যে অধিকাংশই করোনাকে পরাজিত করে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। তবে করোনার কাছে হার মেনে বেশ কয়েকজনের মৃত্যুর ঘটনাও ঘটেছে। প্রসঙ্গত, রাজ্য জুড়ে করোনা সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। কয়েকদিনে প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা ৩,০০০ এর গন্ডি পেরিয়েছে৷ তবে আশার কথা সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে সুস্থতার হারও।