Homeমহানগরশিলিগুড়িসাফাইয়ের কাজ স্থগিত রাখার ঘোষণা সাফাইকর্মীদের,বঞ্চনার অভিযোগ পুরনিগমের বিরুদ্ধে

সাফাইয়ের কাজ স্থগিত রাখার ঘোষণা সাফাইকর্মীদের,বঞ্চনার অভিযোগ পুরনিগমের বিরুদ্ধে

নিউজ ডেস্ক: শিলিগুড়ি পুরনিগমের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ এনে আগামী ১৭ ই ফেব্রুয়ারী থেকে পুর এলাকায় সাফাই এর কাজ বন্ধ রাখবেন সাফাই কর্মচারীরা।শণিবার শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘোষণা উত্তরবঙ্গ সাফাই কর্মচারী সমিতির।

সাফাই কর্মীদের স্থায়ীকরন, বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে বেশকিছুদিন ধরেই আন্দোলন চালাচ্ছেন উত্তরবঙ্গ সাফাই কর্মচারী সমিতি।এরপরেও পুরনিগম কোনো গুরুত্বই দিচ্ছে না তাদের,অভিযোগ এমনই।

গত তেরো জানুয়ারি দশ দফা দাবি জানিয়ে শিলিগুড়ি পুরনিগমের চেয়ারম্যানকে স্মারকলিপি জমা দিয়েছিলেন তারা।এরপর আট ফেব্রুয়ারি ফের স্মারকলিপি জমা দেন তারা।এতেও কোনো সুরাহা মেলেনি।পুরনিগম তাদের আওয়াজ কানে তুলছে না।

এমনকি শিলিগুড়ি পুরনিগমের এক নম্বর ওয়ার্ড যেখানে সাফাইকর্মীরা থাকেন সেই এলাকায় দূষণের চিত্র বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসে।পরিশ্রুত পাণীয় জল পান না তারা।অভিযোগ সাফাইকর্মীদের খাঁটিয়ে নেয় পুরবোর্ড।তাদের কোনো দাবী শুনতে চায়না পুরনিগম।এতেই ক্ষুব্ধ তারা।

সেকারনেই এবারে তারা বন্ধ রাখবেন সাফাই এর কাজ।সমিতির সভাপতি কিরন রাউথ জানান, বুধবার সকালে বাঘাযতীন পার্ক থেকে একটি ধিক্কার মিছিল শুরু হবে।যা সমগ্র হিলকার্ট রোড পরিক্রমা করবে।এরপর থেকেই সাফাই এর কাজ স্থগিত রাখবেন সাফাইকর্মীরা।শিলিগুড়ির পাশাপাশি অন্যান্য জেলাতেও যাতে সাফাইকর্মীরা কাজ স্থগিত রাখে সেই আবেদনও তারা করবেন।

যতদিন তাদের দাবি পূরণ হবে না ততদিন তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান।

RELATED ARTICLES

Most Popular