ওয়েব ডেস্ক : রবিবার বাংলা তথা ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণের পর থেকে টলিউড থেকে বলিউড এমনকি রাজনৈতিক মহল থেকেও অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন অনেকেই। রবিবার রাত ১১টা নাগাদ টুইটারে শোকপ্রকাশ করলেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। এদিন তিনি লিখলেন,”সৌমিত্র চট্টোপাধ্যায় কিংবদন্তী অভিনেতা।”
রবিবার রাতে বলিউডের মেগাস্টার টুইট করেছেন, “সৌমিত্র চট্টোপাধ্যায় কিংবদন্তী। ফিল্ম ইন্ড্রাস্ট্রির অন্যতম শক্তিশালী স্তম্ভের পতন হল। অত্যন্ত ভদ্র মানুষ ও প্রতিভাশালী। কলকাতা আন্তর্জাতিক ফিল্ম উৎসবে শেষ সাক্ষাৎ হয়েছিল। আত্মার শান্তিতে প্রার্থনা করছি।”
প্রিয় অভিনেতার মৃত্যুতে এদিন শোকাস্তব্ধ মমতা বলেন, “আমার সঙ্গে সৌমিত্রদার শেষ কথা হয়েছিল যখন তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। সে সময় আমি মেদিনীপুরে ছিলাম। তবে তাঁর গলার আওয়াজ শুনে বুঝতে পেরেছিলাম তিনি কতটা শক্তিশালী। অনেকটাই স্বাভাবিক বলে মনে হয়েছিল তখন। ওঁর কিন্তু কোভিড সেরে গিয়েছিল। কিন্তু অন্য অনেক শারীরিক সমস্যা ছিল। প্রত্যেকে সাধ্যমতো চেষ্টা করেছেন। কিন্তু আমরা তাঁকে ধরে রাখতে পারলাম না।”
এদিন নরেন্দ্র মোদি এদিন তাঁর টুইটবার্তায় শোক প্রকাশ করে লেখেন, “সৌমিত্র চট্টোপাধায়ের প্রয়াণ চলচ্চিত্র জগত, পশ্চিমবঙ্গ–সহ ভারতের সাংস্কৃতিক পরিমণ্ডলে এক অপূরণীয় ক্ষতি। তাঁর কাজের মধ্যে বাঙালির চেতনা, ভাবাবেগ ও নৈতিকতার প্রতিফলন পাওয়া যায়। তাঁর প্রয়াণে আমি শোকাহত। সৌমিত্র চট্টোপাধ্যায়ের পরিবার ও অনুরাগীদের সমবেদনা জানাই। ওম শান্তি।”