Homeজাতীয়করোনায় সংক্রমণমুক্ত হলেও থাকছে ভয়, হতে পারে ব্রেন ড্যামেজ, দাবি গবেষকদের

করোনায় সংক্রমণমুক্ত হলেও থাকছে ভয়, হতে পারে ব্রেন ড্যামেজ, দাবি গবেষকদের

ওয়েব ডেস্ক : করোনায় সংক্রমিত হলে হতে পারে ব্রেন ড্যামেজ। এমনকি মানুষের মস্তিষ্কে বড় কোনো ক্ষতিও হতে পারে। সেই সাথে নানারকম স্নায়ু জাতীয় রোগের সম্ভাবনাও অনেকটা বেড়ে যেতে পারে, এমনটাই দাবি করছেন বিজ্ঞানীরা।

এবিষয়ে ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডনে ৪৩জন করোনায় আক্রান্ত রোগীর সমীক্ষা করা হয়েছে৷ দেখা গিয়েছে করোনায় সংক্রমিত হওয়ার পর তারা প্রত্যেকেই মস্তিষ্কের কর্মহীনতা, স্ট্রোক, স্নায়ু জাতীয় নানা ক্ষতির শিকার হয়েছেন।

এবিষয়ে ইউসিএল এর ইনস্টিটিউট থেকে মাইকেল জান্দি বলেছেন, করোনার প্রভাবে মস্তিষ্কের বিকলতার যে প্রভাব ইদানীংকালে লক্ষ্য করা যাচ্ছে তা অল্প কিছু লোকের মধ্যে সীমিত নাকি ইনফ্লুয়েঞ্জা ও এনক্যাফেলাইটিসের মতো বহু মানুষের উপর এটি প্রভাব বিস্তার করা সম্ভাবনা রয়েছে তা দেখা হবে। তবে এখনও পর্যন্ত এটাকে রেসপিরেটরি ডিজিস মনে করা হলেও এখন স্নায়ু ও মস্তিষ্কের এর ওপর এটির প্রভাব দেখা দিচ্ছে।

এবিষয়ে কানাডার ওয়েস্টার্ন ইউনিভার্সিটির নিউরোলজিস্ট অ্যাড্রিয়ান ওয়ান রয়টার্সকে এক সাক্ষাত্কারে বলেছেন, তিনি খুব চিন্তিত যে যারা এই মূহুর্তে সুস্থ হয়ে উঠছেন তাদের শরীরে কোনও অংশ কোভিডে ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা। যদি ক্ষতিগ্রস্থ হয় সেক্ষেত্রে তারা আর স্বাভাবিক কাজকর্ম করতে পারবেন না। ব্রেন জার্নাল পত্রিকায় প্রকাশিত ইউসিএল সমীক্ষায় দেখা গিয়েছে, করোনা সংক্রমণমুক্ত হওয়ার পর বেশ কিছু মানুষের মস্তিষ্ক ফুলে গিয়েছে। সমীক্ষা বলছে তারা আসলে মস্তিষ্কের একটি বিরল রোগে আক্রান্ত। বিজ্ঞানীদের মতে মস্তিষ্কের এই বিরল রোগটি ইদানীংকালে বেশি দেখা যাচ্ছে। সুতরাং এটি দীর্ঘ মেয়াদি কিনা তা এখনই বলা না গেলেও করোনার জেরে স্নায়ুতে যে জটিল রোগ হতে পারে তা নিয়ে ইতিমধ্যেই ডাক্তারদের অবগত করার চেষ্টা করছেন বিজ্ঞানীরা।

RELATED ARTICLES

Most Popular