Homeএখন খবর৩০ জুন পর্যন্ত পাবলিক সার্ভিস কমিশনের সমস্ত পরীক্ষা বাতিল

৩০ জুন পর্যন্ত পাবলিক সার্ভিস কমিশনের সমস্ত পরীক্ষা বাতিল

All examinations of the Public Service Commission (PSC) have been canceled in Corona. All written examinations conducted by the Public Service Commission (PSC) from Saturday 1 May to 30 June have been canceled. The PSC said the move was aimed at preventing infection. However the interview process will continue at the scheduled time as per the schedule.However, candidates do not have to come to the commission office. Instead, the officials of the Sarben Commission will conduct this interview online. According to PSC sources, multiple written exams were scheduled from May 1 to June 30, including the WBCS Preliminary and Main Written exams, the Audit and Accounts Service written exams and several more competitive exams.

নিউজ ডেস্ক: করোনার কোপে বাতিল করা হল পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)- এর সমস্ত পরীক্ষা। শনিবার ১ মে থেকে ৩০ জুন পর্যন্ত পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) আয়োজিত সমস্ত লিখিত পরীক্ষা বাতিল করা হয়েছে। সংক্রমণ এড়ানোর লক্ষ্যে এই পদক্ষেপ বলে পিএসসির তরফে জানানো হয়েছে। তবে সূচি মেনেই নির্ধারিত সময়ে ইন্টারভিউ প্রক্রিয়া জারি থাকবে।

তবে, প্রার্থীদের কমিশনের অফিসে আসতে হবে না। পরিবর্তে অনলাইনে এই ইন্টারভিউ প্রক্রিয়া সারবেন কমিশনের কর্তারা। পিএসসি সূত্রে খবর, ১ মে থেকে ৩০ জুনের মধ্যে একাধিক লিখিত পরীক্ষার সূচি নির্ধারিত ছিল, যার মধ্যে উল্লেখযোগ্য ডব্লিউবিসিএস প্রিলিমিনারি এবং মেইন লিখিত পরীক্ষা, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিসের লিখিত পরীক্ষা এবং আরও একাধিক প্রতিযোগিতামূলক পরীক্ষা।

বাড়ছে করোনা সংক্রমণ। এবার করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ায় ফের চাকরি প্রার্থীদের অপেক্ষার প্রহর আরও বাড়বে বলে মনে করা হচ্ছে ।এদিকে গতবারের মতো এবারের পরিস্থিতি কিছুটা আলাদা বলে মনে করছেন পিএসসি(psc) কমিশন কর্তাদের একাংশ। কারণ গত দশ বছর রাজ্যে তৃণমূল শাসিত সরকার ছিল। ২ মে ফলাফলের উপর তাই অনেক কিছু নির্ভর করছে।

প্রসঙ্গত, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে পিএসসি দপ্তরের কর্মীদের হাজিরা ইতিমধ্যেই ৫০ শতাংশ করা হয়েছে। একইসঙ্গে যাবতীয় করোনাবিধি সুনিশ্চিত করতে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ।

RELATED ARTICLES

Most Popular