ওয়েব ডেস্ক : অমিতাভ এবং অভিষেক বচ্চনের পর এবার করোনা রিপোর্ট পজিটিভ এল ঐশ্বর্যা রাই বচ্চন এবং আরাধ্যারও। রবিবার দুপুরেই হাসপাতাল সূত্রে এই খবর জানানো হয়েছে। বলিউডে করোনা হানা অব্যাহত। একের পর এক করোনা সংক্রমণের খবর আসছে বলিউডের সেলিব্রিটি পরিবার থেকে৷ শনিবার রাতেই অমিতাভ বচ্চন টুইটারে নিজের করোনা আক্রান্তের খবর পোস্ট করেন এরপর রাতেই জানা যায় তাঁর পুত্র অভিষেক বচ্চনও করোনায় আক্রান্ত। সে সময় জানা গিয়েছিল ঐশ্বর্য বচ্চন, তার মেয়ে আরাধ্যা ও জয়া বচ্চন করোনা নেগেটিভ৷ কিন্তু সোয়াব টেস্টের পর রবিবার দুপুরে জানা গিয়েছে, ঐশ্বর্য বচ্চন, তার মেয়ে আরাধ্যাও করোনায় আক্রান্ত। এরপর তারাও নানাবতী হাসপাতালে ভরতি হন।
এদিকে অভিনেতা অনুপম খেরের মা, ভাই সহ বৌদি ও ভাইঝি। রবিবার সকালে একথা নিজেই টুইট করে জানিয়েছেন অভিনেতা। টুইটে অনুপম খের লিখেছেন, ”আমার মা দুলারি খের করোনা আক্রান্ত। তাঁর শরীরে করোনার মৃদু লক্ষণ দেখা দিয়েছে। আমরা তাঁকে কোকিলাবেন হাসপাতালে ভর্তি করেছি। আমার ভাই, বৌদি, ভাইজি সতর্কতা মেনে চলার পরও তাঁদের করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। আমি টেস্ট করিয়েছি। তবে আমার কোভিড-১৯ টেস্টের রিপোর্ট নেগেটিভ।”
এদিন অভিনেতা একটি ভিডিও পোস্ট করে জানান, গত কয়েকদিন ধরেই সামান্য অসুস্থ ছিলেন তার মা। এরপর চিকিৎসকের পরামর্শে তাঁর ব্লাড টেস্ট করানো হয়। সেই রিপোর্ট সঠিক আসার পরেও চিকিৎসকের পরামর্শ মেনে সিটি স্ক্যান করানো হয়৷ সেখানেই তাঁর মায়ের করোনা সংক্রমণের আভাস পাওয়া যায়। এরপরই আর সময় নষ্ট না করে শনিবার রাতে তাঁর মাকে কোকিলাবেন হাসপাতালে ভরতি করা হয়েছে। যেহেতু তিনি ও তাঁর ভাই মায়ের সংস্পর্শে ছিলেন সেকারণেই অভিনেতা, তাঁর ভাই, ভাইয়ের স্ত্রী, ভাইপো আর ভাইঝি সকলেই করোনা টেস্ট করান। রিপোর্টে দেখা যায় অভিনেতা ও তাঁর ভাইপো বাদে পরিবারের প্রত্যেকেই করোনায় সংক্রমিত। এরপরই অভিনেতার ভাই ও তাঁর পরিবার হোম কোয়ারেন্টাইনে যায়।
এদিন ভিডিওবার্তায় বৃহন্মুম্বই পুরসভার তৎপরতায় পঞ্চমুখ অনুপম খের। তাঁদের প্রশংসাও করেছেন বলিউডের প্রবীণ অভিনেতা। তিনি জানান, তাঁর ভাই করোনায় আক্রান্ত খবর পাওয়া মাত্রই পুরসভাকর্মীরা দ্রুত তাঁর ভাই রাজুর বাড়ি জীবাণুমুক্ত করতে পৌঁছে গিয়েছেন। তিনি জানান, প্রশাসনের এই তৎপরতায় তিনি অত্যন্ত আপ্লুত৷ এদিকে অভিতাভ ও অভিষেক বচ্চনের করোনা সংক্রমণের খবর পেয়ে বলিউডের সেলিব্রিটি থেকে শুরু করে অনুরাগী প্রত্যেকে ইতিমধ্যেই বিগ বি ও তাঁর পুত্রের দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন।
অন্যদিকে, বলিউড অভিনেত্রী রেখার বাংলো ‘স্প্রিং সি’-তে কর্তব্যরত এক নিরাপত্তা কর্মীর শরীরে মারণ ভাইরাসের সংক্রমণের প্রমাণ মেলায় শনিবার তাঁর বাংলো সিল করলো বৃহন্মুম্বই পুর নিগম। শুধু তাই নয়, যেহেতু রেখার বাড়ির সামনেই বান্দ্রা বাস স্ট্যান্ড, সেক্ষেত্রে বৃহন্মুম্বই পুর নিগমের তরফে বান্দ্রা বাস স্ট্যান্ড-সহ গোটা এলাকা কন্টেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে।
জানা গিয়েছে, গত মঙ্গলবার কর্তব্যরত ওই নিরাপত্তারক্ষী করোনা পজিটিভ ধরা পড়ার পরে তাঁকে বান্দ্রা জাম্বো করোনা ফেসিলিটি শিবিরে পাঠানো হয়। সেখানে রেখার অন্যান্য নিরাপত্তা কর্মীদেরও পরীক্ষা করে বিএমসি। এরপর বিএমসি-র তরফে রেখা ও তাঁর পরিবারের করোনা পরীক্ষা করতে চাইলে রাজি হননি রেখা স্বয়ং। তিনি জানান, নিজস্ব উদ্যোগে করোনা পরীক্ষা করার পরে বিএমসি-র কাছে সেই রিপোর্ট জমা দেবেন। তবে এখনও পর্যন্ত অভিনেত্রী ও তাঁর পরিবারের সদস্য এবং বাংলোর অন্যান্য কর্মীদের শরীরে সংক্রমণের উপস্থিতি পাওয়া যায়নি। দেখা যায়নি কোনও কোভিড উপসর্গও। এরপরই যেহেতু একজন নিরাপত্তারক্ষী করোনায় আক্রান্ত সেহেতু রেখার বাড়ির একাংশ অর্থাৎ নিরাপত্তারক্ষীদের থাকার জায়গাটিই শুধুমাত্র সিল করে দেন পুরনিগমের কর্মীরা।
তবে প্রথমে গায়িকা কণিকা কাপুর এরপর অমিতাভ বচ্চন ও তাঁর পুত্র অভিষেক বচ্চন, অনুপম খের এর পরিবার সহ বলিউডের তাবর তাবর সেলিব্রিটি ও তাদের পরিবারে যেভাবে হানা দিয়েছে করোনা তাতে স্বাভাবিকভাবেই চিন্তার ভাঁজ পড়েছে নেটিজেনদের মধ্যে। এতটা সাবধানতা মেনে আরামদায়ক জীবন কাটানোর পরও যদি এভাবে সেলিব্রিটিরা মারণ ভাইরাসে সংক্রমিত হয় তবে সাধারণ মানুষ, যারা প্রতিনিয়ত পেটের টানে ভিড় বাসে চড়ে নিজের নিজের পেশা বাঁচাতে রোজ ছুটে বেড়াচ্ছেন, তাদের পরিণতি কতটা ভয়ানক হতে চলেছে তা ভেবেই চিন্তিত নেটিজেনরা৷