নিউজ ডেস্ক: নার্স , সিকিউরিটি অফিসার সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ‘All India Institute of Speech and Hearing Mysore’ । প্রার্থীদের ৩০ মার্চের মধ্যে আবেদন করতে হবে। জনান হয়েছে ৭ টি শূন্য পদে স্টাফ নার্স , accountant , assiatnt audit officer , security অফিসার সহ বেশ কিছু পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রার্থীদের ৩০ মার্চের ২০২১ সালের মধ্যে আবেদন করতে জানানো হয়েছে। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া।
মোট শূন্যপদের বিন্যাস-
স্টাফ নার্স পদে কর্মী নিয়োগের জন্য রয়েছে ৪ টি শূন্য পদ।
accountant পদের জন্য রয়েছে মাত্র ১ টি শূন্য পদ।
assiatnt audit officer পদের ক্ষেত্রে রয়েছে ১ টি শূন্য পদ।
সিকিউরিটি অফিসার পদের ক্ষেত্রে রয়েছে আরও ১ টি শূন্য পদ।
আবেদনকারীর যোগ্যতা-
নার্স পদের ক্ষেত্রে প্রার্থীদের নার্সিং নিয়ে ‘bsc’ করতে হবে। অথবা ডিপ্লোমা করতে হবে ‘gnm’ নিয়ে। প্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। accountant পদের ক্ষেত্রে প্রার্থীদের বানিজ্য নিয়ে স্নাতক হতে হবে। প্রার্থীদের বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে।
অন্যদিকে assiatnt audit অফিসার ক্ষেত্রে প্রার্থীদের স্নাতক হতে হবে। ৩ বছরের accountas and audit এর কাজে অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। সিকিউরিটি অফিসারের ক্ষেত্রে প্রার্থীদের ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ৩০ এর মধ্যে। প্রার্থীদের আবেদন পত্র ‘aii india institute of speech and hearing’ , hearingmanasagangotrhi mysyry karnataka 570006′ এই ঠিকানাতে পাঠাতে হবে।
দেশ জুড়ে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত মানুষদের চাহিদা ক্রমেই বাড়ছে। আর সেই কারণেই সাধারণ মানুষের কথা ভেবে এই বিজ্ঞপ্তি প্রকাশ।