Homeজাতীয়বাবুল-সৌমিত্র-র পর অমিত শাহ-র সংস্পর্শে আসায় হোম আইসোলেশনে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী রবি...

বাবুল-সৌমিত্র-র পর অমিত শাহ-র সংস্পর্শে আসায় হোম আইসোলেশনে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ

ওয়েব ডেস্ক : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করোনায় আক্রান্ত হওয়ার পর থেকেই রীতিমতো আতঙ্কিত কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। গত দু’দিন আগেই অমিত শাহর সাথে বৈঠকে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় ও বঙ্গ বিজেপির সৌমিত্র খাঁ ও নিশিত প্রামাণিক। শাহ করোনায় আক্রান্ত জানার পর পরই হোম কোয়ারেন্টাইনে গিয়েছেন বাবুল-সৌমিত্র- নিশিত। এবার আইসোলেশনে গেলেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ। শনিবারই স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করেছিলেন রবি শঙ্কর প্রসাদ। কোভিড পজেটিভ হয়েছেন অমিত শাহ। তাই নিয়ম মেনেই সোমবার আইসোলেশনে যাচ্ছেন রবি শঙ্কর।

রবিবার দুপুরে নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে তাঁর করোনা আক্রান্ত হওয়ার খবর দেশবাসীর উদ্দেশ্যে জানান অমিত শাহ। তিনি লেখেন, “কয়েকদিন ধরে করোনা উপসর্গ দেখা দিচ্ছিল। তাই নিয়ম মেনে করোনা পরীক্ষা করাই। তাতে দেখা যায় আমি করোনা পজিটিভ। শরীর সুস্থই আছে। চিকিৎসকদের পরামর্শ মেনে হাসপাতালে ভরতি হয়েছি।” শুধু তাই নয়, এদিন অমিত শাহ তাঁর টুইটে জানান, গত কয়েকদিন যারা তাঁর সংস্পর্শে এসেছেন, তাঁরা যেন নিয়ম মেনে ১৪ দিন হোম আইসোলেশনে থাকেন। একই সাথে তিনি জানান, যদি কারও সামান্য উপসর্গেরও অনুভূতি হয়, তবে সেক্ষেত্রে দ্রুত করোনা পরীক্ষার পরামর্শও দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী।

সেই মতো আগেই কোয়ারেন্টাইনে গিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। এবার সেই তালিকায় জুড়তে চলেছে রবি শঙ্কররের নাম। এদিকে অমিত শাহ মারণ ভাইরাসে আক্রান্ত, এই খবর জানার পর রবিবার থেকেই তাঁর সুস্থতা কামনা করে টুইট করেছেন রাজনাথ সিং, জেপি নাড্ডা-সহ অনেক বিজেপি নেতা। সুস্থতা কামনা করেছেন রাহুল গান্ধী, মমতা বন্দোপাধ্যায়ও। এদিকে রবিবার প্রধানমন্ত্রীকে টুইট করে রাখির শুভেচ্ছা জানিয়েছেন লতা মঙ্গেশকর। লতা দিদিরও দীর্ঘায়ু কামনা করেছেন নরেন্দ্র মোদী। তবে প্রধান সেনাপতি অমিত শাহর মারণ ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রসঙ্গে এখনও পর্যন্ত মুখ খোলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

RELATED ARTICLES

Most Popular