ওয়েব ডেস্ক : বছর দশের ছোট্ট একটি নাবালিকা, দাদুর সাথে জমিতে গিয়েছিল ঘুরতে। সে সময় সকলের চোখের আড়ালে গলায় ছুরি ঠেকিয়ে খুনের ভয় দেখিয়ে পাটের ক্ষেতে টেনে নিয়ে গিয়ে হাত মুখ বেঁধে নৃশংসভাবে ধর্ষণ করার অভিযোগ উঠলো এলাকারই ‘সঞ্জীব কাকু’র বিরুদ্ধে। শুধু ধর্ষণ করেই থেমে থাকেনি অভিযুক্ত এমনকি পুলিশকে জানালে পরিবারকে খুনের হুমকিও দেওয়া হয়। বুধবার বিকেলে এমনই নৃশংস ঘটনাটি ঘটেছে ভুতনি থানার আলাদিয়া এলাকায়।
জানা গিয়েছে, বুধবার বিকালে ওই নাবালিকা দাদুর সঙ্গে পাটের জমিতে গিয়েছিল। দাদু পাটের জমিতে কাজ করায় জমি থেকে কিছুটা দূরে একাই দাঁড়িয়ে ছিল ছোট্ট মেয়েটি। সেই সময় এলাকারই বাসিন্দা ‘সঞ্জীব কাকু’ তাকে প্রথমে একটি চকলেট দেয় তারপর নানা গল্প করতে করতে এক সময় পাটের জমি থেকে বেশ খানিকটা দূরে নিয়ে যায়। যেহেতু ওই যুবক মেয়েটির পরিচিত তাই সেও তার সাথেই হাঁটতে থাকে৷ এরপর ওই যুবক আচমকা নাবালিকার হাত-মুখ বেঁধে গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণ করে। এমনকি বিষয়টি বাড়িতে কিংবা পুলিশকে জানালে পরিবারের সকলকে খুনের দেওয়ার হুমকি দেয় সে। কিন্তু ঘটনার পর বেশ কিছুক্ষণ পাটক্ষেতের মধ্যে পড়ে থাকে ওই নাবালিকা। এদিকে সন্ধ্যে হয়ে যাওয়ার পরও নাতনিকে খুঁজে না পাওয়ায় হৈচৈ পড়ে গিয়েছে। সে সময় গোঙানির শব্দ শুনতে পেয়ে জমিতে কাজ করা বেশ কয়েকজন চাষী ছুটে আসেন। তড়িঘড়ি তাকে উদ্ধার করে ভুতনি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
এদিকে মুখ খুললে পরিবারের লোকেদের খুনের হুমকি দিলেও নাবালিকা সাহস করে নিজের মুখেই পুরো ঘটনাটা পরিবারের লোকেদের জানায়। এরপর বুধবার রাতেই অভিযুক্ত যুবক সঞ্জীব মণ্ডলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা নাবালিকার পরিবার। ঘটনার তদন্তে নেমে অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে অভিযুক্ত সঞ্জীব মণ্ডলকে গ্রেফতার করেছে ভুতনি থানার পুলিশ।
ঘটনায় এলাকার বাসিন্দা সূত্রে খবর, এর আগে বহুবার অভিযুক্ত সঞ্জীব মন্ডল এলাকার বহু মেয়ের সাথে এমন ঘটনা ঘটিয়েছে৷ কিন্তু যেহেতু গ্রাম্য পরিবেশ তাই ইচ্ছে থাকলেও লোক লজ্জার ভয়ে কেউ তার বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে পারে নি। কিন্তু এই ছোট্ট মেয়েটির সাহসের জন্যই অভিযুক্ত উপযুক্ত শাস্তি পাবে। এদিকে নাবালিকার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি নাবালিকার মেডিক্যাল পরীক্ষা করার ব্যবস্থা করা হয়েছে।