Homeএখন খবররাত পাহারায় থাকা এনভিএফ কর্মীকে ব্যারিকেড সমেত উড়িয়ে নিয়ে গেল চারচাকা

রাত পাহারায় থাকা এনভিএফ কর্মীকে ব্যারিকেড সমেত উড়িয়ে নিয়ে গেল চারচাকা

নিজস্ব সংবাদদাতা:রাত পাহারায় থাকা এক ন্যাশনাল ভলেনটিয়ার্স ফোর্স বা এনভিএফ কর্মীকে ব্যারিকেড সমেত উড়িয়ে দিল দুরন্ত গতির চারচাকা। ৬নম্বর হাওড়া-মুম্বাই জাতীয় সড়কে ঘটনাটি ঘটেছে ডেবরা থানার অধিন টোলপ্লাজা থেকে কিছুটা দুরে। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর বাসিন্দা ৩০বছরের সুব্রত মাহাত ঘটনাস্থলেই প্রান হারান। মঙ্গলবার রাতের এই ঘটনায় চারচাকাটি আটক করেছেন পুলিশ, গ্রেপ্তার করা হয়েছে চালককে।
 পুলিশ জানিয়েছে খড়গপুর গ্রামীন থানার কর্মী সুব্রতকে তার আরও কয়েকজন সঙ্গীর মত জাতীয় সড়কের খড়গপুর গ্রামীন ও ডেবরা দুটি থানা অংশেই কাজ করতে হত। সেই কারনেই ডেবরা থানার অংশে জাতীয় সড়কের ওপর কর্তব্যরত ছিল। সেই সময় তারা খবর পায় টোলপ্লাজার একটি অংশে ধাক্কা মেরে পালিয়ে যাচ্ছে একটি গাড়ি। সঙ্গে সঙ্গে সুব্রত ও তার সহকর্মীরা গার্ড রেলের ব্যারিকেড দিয়ে রাস্তা অবরোধ করার চেষ্টা করছিল কিন্ত বেপরোয়া গাড়িটি ব্যারিকেড সমেত উড়িয়ে দেয় সুব্রতকে। কংক্রিটের রাস্তার ওপর ছিটকে পড়ে সে। রক্তাক্ত অবস্থায় তাকে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষনা করে চিকিৎসকরা।
     পরে ঘাতক গাড়িটিকে চিহ্নিত করে পুলিশ পাকড়াও করে চালককে। আটক করা হয় গাড়িটিকে। বুধবার খড়গপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের পর খড়গপুর গ্রামীন থানায় লাস্ট পাশ দেওয়ার পর  তার দেহ নিয়ে যাওয়া হয়েছে শালবনীতে।
উল্লেখ্য এই ঘটনার মাত্র কয়েকঘন্টা আগেই এই একই থানার একই জাতীয় সড়কে ভাইফোঁটা দিতে গিয়ে এক চিকিৎসকের গাড়ির ধাক্কায় দুই শিশু সমেত প্রান হারান এক মা। 

RELATED ARTICLES

Most Popular